তরুণ ডানহাতি ব্যাটসম্যানটিকে ভবিষ্যতের সুপারস্টার হিসেবে দেখছে বিশেষজ্ঞ মহল। মুগ্ধ প্রাক্তনরাও। রবিবার মহম্মদ কাইফ জানিয়েছেন, শুভমানের মধ্যে শচীনকে দেখছেন তিনি। তাঁর কথায়, শুভমান অসাধারণ প্রতিভা। নিয়মিত রান করে যাচ্ছে। এই ছন্দ বজায় রাখলে একটা সময় সচীন, বিরাটের মতো গ্রেটদের সঙ্গে ওর তুলনা আসবেই।
আরও পড়ুন – ভারত সম্পূর্ণ প্রস্তুত! মেগা ফাইনালের আগে ইংল্যান্ডে হুঙ্কার অধিনায়ক রোহিতের
advertisement
টেকনিকের নিরিখে সচীনের সঙ্গে শুভমানের মিল খুঁজে পাই। সহজে আউট হতে চায় না। মানসিকভাবেও খুবই দৃঢ়। প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান কাইফ আরও বলেন, সচিন ও বিরাট, দু’জনের সঙ্গেই আমি ড্রেসিং রুম শেয়ার করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, শুরুর দিকে বিরাটের টেকনিক এতটা নিখুঁত ছিল না। সেই জন্যই ২০১৪ ইংল্যান্ড সফরে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল।
জিমি অ্যান্ডারসনের বিরুদ্ধে খেলতে পারছিল না। তবে তারপর টেকনিকের উন্নতি ঘটিয়ে নিজেকে কিংবদন্তির পর্যায়ে তুলে নিয়ে গিয়েছে। উল্লেখ্য, ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর থেকেই চর্চায় শুভমান গিল। কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত পরিণত হয়ে উঠছেন তরুণ ব্যাটসম্যান। জাতীয় দলেও ব্যাটিংয়ের অন্যতম ভরসা শুভমান।
এই প্রসঙ্গে কাইফের মন্তব্য, গত কয়েক বছর ধরে ওকে পর্যবেক্ষণ করছি। দিনে দিনে ও আরও ধারালো হয়ে উঠছে। শুরুর দিকে মনে হতো, পেস বোলিংটাই ভালো সামলায়। স্পিনে সেভাবে সাবলীল ছিল না। কিন্তু এখন সেই দুর্বলতাও কাটিয়ে উঠেছে। কাইফ মনে করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে ভারতকে সফল হতে গেলে গিলকে একটা বড় ভূমিকা পালন করতে হবে। ওপেনিং এ স্বাভাবিক খেলা খেলতে পারলে সাফল্য পাবে ভারত।