আহমেদাবাদে তৃতীয় ওয়ান ডে ম্যাচে তিনি ম্যাচজয়ী ৮০ রানের ইনিংস খেলেন। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডার ভেঙে পড়ে, বিরাট কোহলি শূন্য রানে আউট হয়ে যান। তারপরেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হাল ধরেন শ্রেয়স আইয়ার। দীর্ঘদিন কোরোনা আক্রান্ত থাকার পর তিনি আবার মাঠে ফেরেন এবং তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। মিডল অর্ডারে ৫ নম্বরে নেমে আইয়ার ৮০ রানের ইনিংস খেললেন।
advertisement
সেই সিরিজেই তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও গুরুত্বপূর্ণ ১৬ বলে ২৫ রানের ইনিংস খেলেন। শ্রীলংকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তিনি আরো দুর্দান্ত খেললেন। তিনটি ইনিংসে একবারও আউট না হয়ে, মোট ২০৪ রান তুলেছেন তিনি। শুধু তাই নয় তার স্ট্রাইক রেট ছিল ১৭৪.৩৬। তিনটি ম্যাচেই অর্ধ শতরান করেছেন তিনি। প্রথম ম্যাচে ২৮ বলে ৫৭, দ্বিতীয় ম্যাচে ৪৪ বলে ৭৪ এবং তৃতীয় ম্যাচে ৪৫ বলে ৭৩ রান করেন।
শুধু সাদা বলের ফরম্যাটেই নয় শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরা হয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ৯৮ বলে ৯২ করেন এবং দ্বিতীয় ইনিংসে ৬৭ রান আসে তার ব্যাট থেকে।তার এরকম দুর্ধর্ষ প্রদর্শনের জন্যই আইসিসির থেকে ফেব্রুয়ারির সেরা পুরুষ ক্রিকেটারের খেতাব জিতে নেন তিনি।
অধিনায়ক রোহিত শর্মা বলেন শ্রেয়স আইয়ার সুযোগ কাজে লাগিয়েছে দারুণভাবে। অজিঙ্কা রাহানের জায়গায় খেলছে। বড় চ্যালেঞ্জ। কিন্তু ওর ক্ষমতা আছে সেটা প্রমাণ করছে। বিদেশের মাঠেও ধারাবাহিকতা দেখাতে হবে।