TRENDING:

তিন নম্বর পদক এল ভারতের ঘরে, অলিম্পিক্সে 'জয় হে', রাইফেল হাতে স্বপ্ন পূরণ স্বপ্নিলের

Last Updated:

Swapnil Kusale Wins Bronze: প্যারিস অলিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক। শুটিংয়েই এখনও পর্যন্ত তিনটি পদকই জিতেছে ভারত। প্যারিস গেমসে পদক জিতেছেন স্বপ্নিল কুসলে, মনু ভাকর এবং সরবজোৎ সিং। অলিম্পিক ইতিহাসের কথা বলতে গেলে স্বপ্নিল হলেন সপ্তম ভারতীয় শ্যুটার যিনি পদক জিতেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্যারিস অলিম্পিকে তৃতীয় পদক জিতল ভারত। এবারও ব্রোঞ্জ পদক এল শুটিং-এ।
advertisement

স্বপ্নিল কুসালে প্যারিস অলিম্পিক ২০২৪-এ পদক জিতেছেন। স্বপ্নিল কুসালে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এই পদক জিতেছেন। এই ইভেন্টকে শুটিংয়ের ম্যারাথনও বলা হয়।

প্যারিস অলিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক। শুটিংয়েই এখনও পর্যন্ত তিনটি পদকই জিতেছে ভারত। প্যারিস গেমসে পদক জিতেছেন স্বপ্নিল কুসলে, মনু ভাকর এবং সরবজোৎ সিং। অলিম্পিক ইতিহাসের কথা বলতে গেলে স্বপ্নিল হলেন সপ্তম ভারতীয় শ্যুটার যিনি পদক জিতেছেন।

advertisement

আরও পড়ুন- অলিম্পিক্স পদক জয় সহজ নয়! মা’কে ফোনে যা বলেন সরবজিৎ, অবাক হয়ে যাবেন

প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন মনু ভাকের। রবিবার ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতে তিনি পদক তালিকায় ভারতের খাতা খুলেছিলেন।

এর পর মনু ভাকর এবং সরবজোত সিং জুটি মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার প্যারিস অলিম্পিকের পদক জয়ীদের তালিকায় যুক্ত হল স্বপ্নিল কুসালের নামও।

advertisement

রাজ্যবর্ধন রাঠোর ২০০৪ সালে অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক জিতেছিলেন। এথেন্স অলিম্পিকে তিনি পদক জিতেছিলেন। এর পর বেজিং অলিম্পিক্সে সোনার টার্গেট করেন অভিনব বিন্দ্রা।

আরও পড়ুন- Paris Olympics 2024 বক্সিংয়ে বাড়ছে সোনা জয়ের আশা, অসমের মেয়ের হাতেই এবার সব!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

২০১২ সালে দুই ভারতীয় শুটার বেজিং অলিম্পিকে পদক এনেছিলেন ঘরে। বিজয় কুমার রুপোর পদক এবং গগন নারাং ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এর পর অলিম্পিক পদক জিততে শুটারদের ১২ বছর অপেক্ষা করতে হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
তিন নম্বর পদক এল ভারতের ঘরে, অলিম্পিক্সে 'জয় হে', রাইফেল হাতে স্বপ্ন পূরণ স্বপ্নিলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল