Paris Olympics 2024: অলিম্পিক্স পদক জয় সহজ নয়! মা'কে ফোনে যা বলেন সরবজিৎ, অবাক হয়ে যাবেন
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
কিন্তু শুধু ব্রোঞ্জ পেয়েই তিনি সন্তুষ্ট নন এটাও জানান তিনি। তিনি বলেন, "আমার শুটার হিসাবে অনেক ছোট বয়েস থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্রোঞ্জ পেয়ে ভাল লাগছে। কিন্তু আমি সন্তুষ্ট নই। আমাকে নিজের উপর আরও খাটতে হবে।
নয়াদিল্লি: ভারতের হয়ে ইতিমধ্যেই অলিম্পিক্সে ব্রোঞ্জ ছিনিয়ে এনেছেন মনু ভাকের এবং সরবজিৎ সিং-এর জুটি। মঙ্গলবার, প্যারিসে দক্ষিণ কোরিয়ার উনহো-লি এবং ইয়ে-ঝিন-ওহ কে হারিয়ে ইতিহাস রচনা করার পর থেকেই সংবাদ শিরোনামে উঠে আসেন তাঁরা। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জয় করেন এই জুটি। ১৬-১০ পয়েন্টে বিপক্ষকে উড়িয়ে দিয়ে পদক পকেটে পোরেন ভারতীয় এই জুটি।
ভারতীয় ক্রীড়া ইতিহাসে কার্যত নজির সৃষ্টির পর সংবাদসংস্থা আইএএনএসকে সরবজ্যোত জানান, তিনি তাঁর মায়ের সঙ্গেও ঠিক করে কথা বলেন নি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ২২ বছরের তরুণ বলেন, ” আমি আমার মায়ের সঙ্গেও ঠিক করে কথা বলিনি। শুধু বলেছি এখন ব্যস্ত আছি। পরে কথা হবে।”
আরও পড়ুন: অলিম্পিক্সের সোনার পদকে আদৌ সোনা থাকে? আসল সত্যি জানলে হা হয়ে যাবেন
কিন্তু শুধু ব্রোঞ্জ পেয়েই তিনি সন্তুষ্ট নন এটাও জানান তিনি। তিনি বলেন, “আমার শুটার হিসাবে অনেক ছোট বয়েস থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। ব্রোঞ্জ পেয়ে ভাল লাগছে। কিন্তু আমি সন্তুষ্ট নই। আমাকে নিজের উপর আরও খাটতে হবে। ২০২৮ সালে আমি আরও ভাল করব।”
advertisement
advertisement
তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
IANS Exclusive#Paris2024Olympic: I tried calling my mother, but she was busy and said will call back later, says Paris Olympics bronze medalist Sarabjot Singh pic.twitter.com/FPeZansQJC
— IANS (@ians_india) July 30, 2024
advertisement
নেটপাড়ায় তা নিয়ে হাসাহাসিও শুরু হয়ে যায়। এক নেটাগরিক মন্তব্য করেন, ” এই হল আমাদের ভারতীয় মা”। আর একজন মন্তব্য করেন “ভারতীয় মায়েরা সত্যিই এইরকমই হয়।”
হরিয়ানার অম্বালার কৃষকের ছেলে সরবজিৎ একক বিভাগে ব্যর্থ হলেও মনু ভাকেরের সঙ্গে মিলে ব্রোঞ্জ জয় করেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ” গোটা ম্যাচে খুব চাপ ছিল। কিন্তু শেষ পর্যন্ত জিততে পেরে ভাল লাগছে।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 31, 2024 7:58 PM IST