অনেকেরই প্রশ্ন, পাক-অভিনেত্রীর অভিযোগের আঙুল কি তবে শোয়েব মালিকের দিকেই?
এদিকে চলতি বছরের ২০ জানুয়ারি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নিজের বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন পাক ক্রিকেট তারকা।
আরও পড়ুন- আইপিএল থেকে ছিটকে যাবে ‘এই’ দল! প্লে-অফের আগে বিদায়! বিরাট সম্ভাবনা
সম্প্রতি এইজাজ আসলাম এবং নাদিয়া খানের সঙ্গে এক সাক্ষাৎকারে নওয়াল জানান যে, বহু ক্রিকেটারই তাঁকে ডিএম করে থাকেন। এরপর অবশ্য তিনি চমকে দিয়ে আরও জানান যে, তিনি এমন অনেক ক্রিকেটারের মেসেজ পান, যাঁরা বিবাহিত কিংবা সম্পর্কে লিপ্ত!
advertisement
এর পরেই এক সঞ্চালক অভিনেত্রীকে প্রশ্ন করেন, এই পাক ক্রিকেটারদের তালিকায় নাসিম শাহ রয়েছেন কি না? তবে তিনি ব্যাপারটা হেসেই উড়িয়ে দেন। এবার সঞ্চালক শোয়েবের নাম উত্থাপন করেন। কিন্তু কায়দা করে প্রশ্নটা এড়িয়ে গিয়ে আবার হাসতে শুরু করেন নওয়াল।
যদিও ক্রিকেটারদের এই বিষয়টা একেবারেই না-পসন্দ নওয়ালের। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এতে প্রশংসার কোনও বিষয় নেই। শুধু আমার এটাই মনে হয় যে, ক্রিকেটারদের এমনটা কখনওই করা উচিত নয়।
অভিনেতা-অভিনেত্রীদের তুলনায় ক্রিকেটার কিংবা ক্রীড়াবিদদের আদর্শ বলে মনে করেন মানুষ। তাই মানুষ যদি আপনাদের এক বড় বলে মনে করেন… (তাহলে এমনটা একেবারেই করা উচিত নয়)।”
আরও পড়ুন- কেকেআরের ম্যাচ, জুহি চাওলা আর আসেন না মাঠে! শোনা যাচ্ছে ‘বড়’ একটা কারণ
টেক্সট প্রসঙ্গে নওয়াল বলেন, “আমি আর এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি না।” আর নওয়ালের এই বক্তব্য সামনে আসার পরে নেটাগরিকদের একটি অংশ মনে করছেন, শোয়েব মালিকই নওয়ালকে ‘ফ্লার্টি’ মেসেজ পাঠিয়েছেন!
এদিকে সম্প্রতি নতুন বউ সানা জাভেদের ৩১-তম জন্মদিন পালন করেছেন শোয়েব। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে কিছু দুষ্টুমিষ্টি ছবি ভাগ করে নিয়েছেন।
ক্যাপশনে সানা লিখেছেন, “শুধু আমরা দু’জন (গোলাপ ফুলের ইমোজি)। সুন্দর একটা জন্মদিনের জন্য ধন্যবাদ (হার্ট ইমোজি)।” সেখানে ট্যাগ করেছেন শোয়েব মালিককেও। যদিও এই বিষয়টা ভাল ভাবে গ্রহণ করতে পারেননি সানিয়া মির্জার ভক্তরা।
কমেন্ট সেকশনে তাঁরা ট্রোল করেন সানাকে। সানিয়ার এক ভক্ত লিখেছেন, “আমরা আপনাকে ঘৃণা করি।” অন্য একজন আবার লিখেছেন, “দ্য মোস্ট হেটেড কাপল ইন ২০২৪।”