কেকেআরের ম্যাচ, জুহি চাওলা আর আসেন না মাঠে! শোনা যাচ্ছে 'বড়' একটা কারণ

Last Updated:

Juhi Chawla absent in Kkr matches: জুহি চাওলা এবং শাহরুখ খানের অন-স্ক্রিন জুটি সুপারহিট। এক সময় অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। এখনও দুজন একসঙ্গে কাজ করছেন। তবে সেটা চলচ্চিত্রের বদলে ক্রিকেটে। জুহি ও শাহরুখ আইপিএল দল কেকেআর-এর মালিক। তাঁদের দুজনকে প্রায়ই মাঠে নিজেদের দলের জন্য চিয়ার করতে দেখা যেত। তবে সেসব অতীত।

কলকাতা: কেকেআরের ম্যাচ চলছে। শাহরুখ খান কেকেআরের তিনটি ম্যাচের মধ্যে ২টোতে মাঠে হাজির ছিলেন। কিন্তু কেকেআরের আরেক কর্ণধার জুহি চাওলাকে দেখা যাচ্ছে না। তিনি এখনও পর্যন্ত একদিনও মাঠে যাননি খেলা দেখতে।
জুহির স্বামী জয় মেহতাও কেকেআরের অন্যতম কর্ণধার। তাঁকে অবশ্য বরাবর খুব কমই মাঠে দেখা যেত। তবে এবার জুহি ও তাঁর স্বামীকে একবারও মাঠে দেখা যায়নি এখনও।
আরও পড়ুন- শাহরুখের পাশে বসা সুন্দরী কে? কেকেআর ম্যাচে ‘রহস্য’! কিং খানের কাছের মানুষ
জুহি চাওলা এবং শাহরুখ খানের অন-স্ক্রিন জুটি সুপারহিট। এক সময় অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজনে। এখনও দুজন একসঙ্গে কাজ করছেন। তবে সেটা চলচ্চিত্রের বদলে ক্রিকেটে। জুহি ও শাহরুখ আইপিএল দল কেকেআর-এর মালিক। তাঁদের দুজনকে প্রায়ই মাঠে নিজেদের দলের জন্য চিয়ার করতে দেখা যেত। তবে সেসব অতীত।
advertisement
advertisement
শাহরুখের সঙ্গে ম্যাচ দেখার বিষয়ে জুহি সম্প্রতি যে প্রতিক্রিয়া দিয়েছেন তা বেশ মজার। জুহি চাওলা বলেছেন, শাহরুখের সঙ্গে ম্যাচ দেখা যায় না। ওর খুব মাথা গরম। দল হারলে ও নিজেকে সামলাতে পারে না। কেকেআরের ম্যাচ হলে এমনিতেই আমরা সবসময় টেনশনে থাকি। আর দল খারাপ পারফর্ম করলে ও আমার উপর চিৎকার করতে শুরু করে দেয়।
advertisement
চলছে আইপিএলের ১৭তম আসর। একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা যাচ্ছে। বুধবার, ৩ এপ্রিলকেকেআর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচেও একাধিক রেকর্ড ভেঙে গিয়েছে। জুহি এবং শাহরুখের দল কেকেআর দিল্লিকে ১০৬ রানে হারিয়েছে। তবে এই ম্যাচেও জুহিকে মাঠে দেখা যায়নি। শাহরুখ অবশ্য এই ম্যাচ দেখতে হাজির ছিলেন বিশাখাপত্তনমে।
আরও পড়ুন- KKR News: দিল্লিকে হারিয়ে ৫ বড় রেকর্ড গড়ল কেকেআর, জেনে নিন বিস্তারিত
জুহি চাওলা এবং শাহরুখ খান একটা সময় একসঙ্গে অনেক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। দুজনে ডর, ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি, ইয়েস বস, রাম জানে, ওয়ান টু কা ফোর, রাজু বান গয়া জেন্টলম্যান এবং ভূতনাথের মতো অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কেকেআরের ম্যাচ, জুহি চাওলা আর আসেন না মাঠে! শোনা যাচ্ছে 'বড়' একটা কারণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement