এই বিষয়টিকে ভালভাবে দেখছেন পাকিস্তান প্রাক্তন স্পিড স্টার শোয়েব আখতার। হাইব্রিড মডেলে পিসিবির হোস্টিং রাইটস ও অধিক রেভিনিউ দাবিকে সমর্থন জানালেও ভবিষ্যতে ভারতে খেলতে না যাওয়ার পিসিবির সিদ্ধান্তকে সমর্থক করেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ভারতে খেলতে যাওয়ার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই বিতর্কিত মন্তব্য করে ফেলেন শোয়েব আখতার।
পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে শোয়েব আখতার বলেন,”আমার মনে হয় ভারতে গিয়ে খেলার দিক থেকে আমাদের তরফেই বন্ধুত্বের হাত বাড়ানো উচিত। আমি সব সময় বিশ্বাস করি তাদের ঘরে গিয়ে খেল এবং ওখানে গিয়েই ওদের মারো।” শোয়েব আখতারের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেট দুনিয়ায় লেগে গিয়েছে দুই দেশের ক্রিকেট ফ্যানেদের।
advertisement
আরও পড়ুনঃ KKR News: সকলকে টপকে ‘এই’ তারকা হচ্ছেন কেকেআরের অধিনায়ক! নাম জানলে চমকে যাবেন!
প্রসঙ্গত, সূত্রের খবর, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টের প্রাথমিক সূচি তৈরি হয়ে গেলেও তাতে বেশ কিছু পরিবর্তন করতে হবে। সাধারণত এত দেরি হয় না আইসিসি প্রতিযোগিতার সূচি ঘোষণায়। জটিলতার কারণেই এই দেরি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ সম্ভাব্য তারিখ ২৩ ফেব্রুয়ারি।
