KKR News: সকলকে টপকে 'এই' তারকা হচ্ছেন কেকেআরের অধিনায়ক! নাম জানলে চমকে যাবেন!

Last Updated:
KKR New Captain Can Be This Player In IPL 2025: মেগা নিলামের মাধ্যমে আইপিএলের ১০টি ফ্র্য়াঞ্চাইজি তাদের দল নতুন করে গুছিয়ে নিয়েছে। সেই সমস্যা হল, কে হবে কেকেআরের নতুন অধিনায়ক? নিলামে তেমন কোনও হেভিওয়েট নামকে নিতে পারেনি কেকেআর।
1/6
মেগা নিলামের মাধ্যমে আইপিএলের ১০টি ফ্র্য়াঞ্চাইজি তাদের দল নতুন করে গুছিয়ে নিয়েছে। তবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির যেই সমস্যা নেই, কেকেআরের সামনে সেই সমস্যাই সবথেকে প্রকট হয়ে দাঁড়িয়েছিল নিলামের।
মেগা নিলামের মাধ্যমে আইপিএলের ১০টি ফ্র্য়াঞ্চাইজি তাদের দল নতুন করে গুছিয়ে নিয়েছে। তবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজির যেই সমস্যা নেই, কেকেআরের সামনে সেই সমস্যাই সবথেকে প্রকট হয়ে দাঁড়িয়েছিল নিলামের।
advertisement
2/6
সেই সমস্যা হল, কে হবে কেকেআরের নতুন অধিনায়ক? নিলামে তেমন কোনও হেভিওয়েট নামকে নিতে পারেনি কেকেআর। কুইন্ট ডিকক, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সনীল নারিনরা থাকলেও তাদের অধিনায়ক করাটা কতটা সঠিক সিদ্ধান্ত হবে তা নিয়ে রয়েছে ধন্দে রয়েছে নাইট ম্যানেজমেন্ট।
সেই সমস্যা হল, কে হবে কেকেআরের নতুন অধিনায়ক? নিলামে তেমন কোনও হেভিওয়েট নামকে নিতে পারেনি কেকেআর। কুইন্ট ডিকক, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সনীল নারিনরা থাকলেও তাদের অধিনায়ক করাটা কতটা সঠিক সিদ্ধান্ত হবে তা নিয়ে রয়েছে ধন্দে রয়েছে নাইট ম্যানেজমেন্ট।
advertisement
3/6
তবে একজনের নাম নিয়ে জোর চর্চা চলছে কেকেআরে পরবর্তী অধিনায়ক হিসেবে। রেসে সবার শেষে এসে সকলকে পেছনে ফেলে 'কেল্লাফতে' করতে পারেন তিনি। তাঁকে অধিনায়ক করে বড় চমক দিতে পারে কেকেআর।
তবে একজনের নাম নিয়ে জোর চর্চা চলছে কেকেআরে পরবর্তী অধিনায়ক হিসেবে। রেসে সবার শেষে এসে সকলকে পেছনে ফেলে 'কেল্লাফতে' করতে পারেন তিনি। তাঁকে অধিনায়ক করে বড় চমক দিতে পারে কেকেআর।
advertisement
4/6
দ্বিতীয় দিনের নিলামে একেবারে শেষ বেলায় অজিঙ্কা রাহানেকে কেনে কেকেআর। মাত্র দেড় কোটি টাকায় রাহানে নেয় নাইটরা। একই টাকায় রভম্যান পাওয়েলকেও কলকাতা। টাকার অঙ্কে ১৫ নম্বরে থাকলেও অধিনায়কের দৌড়ে ১৪ জনকে টপকে যেতে পারেন রাহানে।
দ্বিতীয় দিনের নিলামে একেবারে শেষ বেলায় অজিঙ্কা রাহানেকে কেনে কেকেআর। মাত্র দেড় কোটি টাকায় রাহানে নেয় নাইটরা। একই টাকায় রভম্যান পাওয়েলকেও কলকাতা। টাকার অঙ্কে ১৫ নম্বরে থাকলেও অধিনায়কের দৌড়ে ১৪ জনকে টপকে যেতে পারেন রাহানে।
advertisement
5/6
কেকেআর সূত্রে খবর রাহানের নেতা হওয়াটা ৯০ শতাংশ নিশ্চিত। তবে রাহানেকে অধিনায়ক করলে বেশ কিছু ঝুঁকিও নিতে হবে নাইটদের। এত কম টাকার প্লেয়ারকে দলের বাকি অধিনায়ক হিসেবে মানবে কিনা, টানা টি-২০ ক্রিকেট খেলার বাইরে রয়েছেন রাহানে, একইসঙ্গে বাজে খেললে তাঁকে মাঝপথে বসানো যাবে না।
কেকেআর সূত্রে খবর রাহানের নেতা হওয়াটা ৯০ শতাংশ নিশ্চিত। তবে রাহানেকে অধিনায়ক করলে বেশ কিছু ঝুঁকিও নিতে হবে নাইটদের। এত কম টাকার প্লেয়ারকে দলের বাকি অধিনায়ক হিসেবে মানবে কিনা, টানা টি-২০ ক্রিকেট খেলার বাইরে রয়েছেন রাহানে, একইসঙ্গে বাজে খেললে তাঁকে মাঝপথে বসানো যাবে না।
advertisement
6/6
তবে রাহানের থেকে বেশি অধিনায়কত্ব করা অভিজ্ঞ ক্রিকেটার কেকেআরে নেই। রাহানের রাজ্যদল, আইপিএল ও ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। উল্টোদিকে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ারের এখনও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা একেবারে নেই। ফলে অভিজ্ঞতার নিরিখে অনেকটা এগিয়ে রাহানে।
তবে রাহানের থেকে বেশি অধিনায়কত্ব করা অভিজ্ঞ ক্রিকেটার কেকেআরে নেই। রাহানের রাজ্যদল, আইপিএল ও ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। উল্টোদিকে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ারের এখনও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা একেবারে নেই। ফলে অভিজ্ঞতার নিরিখে অনেকটা এগিয়ে রাহানে।
advertisement
advertisement
advertisement