সোনাক্ষী এবং হুমার এই ছবিটি এমন দুই প্লাস-সাইজ মহিলার সম্পর্কে যাঁরা তাঁদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছেন। সাতরাম রামানি পরিচালিত এই ছবিটি বাস্তবের উপর তৈরি। এই ছবিতে নায়ক হিসেবে দেখা যাবে না শিখর ধাওয়ানকে। তবে তাঁকে দেখা যাবে একটি বিশেষ চরিত্রে।
আরও পড়ুন- কোটি কোটি টাকার বাড়ি-গাড়ি-ঘড়ি, জন্মদিনে জানুন কেমন বিলাসবহুল জীবন কাটান হার্দিক পান্ডিয়া
advertisement
শরীরের বাড়তি ওজন নিয়ে চিন্তিত থাকেন অনেকেই। সেই সব মানুষদের নিয়ে এই ছবিতে দারুন গল্প দেখানো হয়েছে। কিন্তু পরিচালক সাতরাম রামানির ডাবল এক্সএল এর গল্প দর্শকরা পছন্দ করবেন বলে আত্মবিশ্বাসী। সোনাক্ষী ও হুমাকে এই ছবিতে দেখা যাবে অভিনেতা জহির ইকবাল ও মাহাত রাধাবেন্দ্রের বিপরীতে। এই দুই অভিনেতা ছাড়াও এই ছবিতে দেখা যাবে ক্রিকেটার শিখর ধাওয়ানকে। এই ছবিতে বিশেষ ভূমিকায় থাকবেন শিখর।
এই ক্যামিও চরিত্রে অভিনয় নিয়ে শিখর ধাওয়ান বলেছেন, 'দেশের হয়ে খেলার সময় আমার জীবনে ফুরসত খুব বেশি থাকত না। তবে যে টুকু সময় পেতাম তখন সব সময় বিনোদনের জন্য সিনেমা দেখি। যখন এই অফারটি আমার কাছে এসেছিল এবং আমি গল্পটি শুনেছিলাম, এই গল্প আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। এই গল্প সমাজকে একটি চমৎকার বার্তা দিতে চলেছে। আশা করি, এই গল্পটি দেখার পর অনেক মেয়েই তাঁদের স্বপ্ন পূরণে পিছপা হবে না।
আরও পড়ুন- জন্মদিনে কাকে মিস করছেন হার্দিক পান্ডিয়া, ভিডিও শেয়ার করে জানালেন নিজেই
ডাবল এক্সএল চলতি বছরের ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।