TRENDING:

শিখর ধাওয়ানকে দরকার বিশ্বকাপে, গব্বরকে দলে ফেরানোর জোরালো দাবি হরভজনের

Last Updated:

Shikhar Dhawan should be given chance in T20 World Cup believes Harbhajan. শিখর ধাওয়ানকে দরকার বিশ্বকাপে, গব্বরকে দলে ফেরানোর জোরালো দাবি হরভজনের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: প্রাক্তন ক্রিকেটার হিসেবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর দুটো হার মেনে নিতে কষ্ট হচ্ছে হরভজন সিং এর। ভাজ্জি মনে করেন কিছু সাধারণ পরিকল্পনা অসাধারণ করে ভাবতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে টিম ইন্ডিয়া। প্রথমত রবীন্দ্র জাদেজার চোট পাওয়ার পর এই দলে বাঁহাতি ব্যাটসম্যান বলতে শুধু ঋষভ পন্থ।
শিখর ধাওয়ানকে চান ভাজ্জি
শিখর ধাওয়ানকে চান ভাজ্জি
advertisement

আরও পড়ুন - আইপিএল খেলা নেপালি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল, তদন্ত শুরু

কিন্তু বিশ্বকাপে একজন বাঁহাতি ব্যাটসম্যান দিয়ে হবে না। যখন বাঁহাতি ফাস্ট বোলাররা খেলবেন, তখন ভারতের দরকার শিখর ধাওয়ান এবং ঈশান কিষণের মত ব্যাটসম্যান। কারণ দুজনেই ওপেনার। তাই ওপেনিং কম্বিনেশনে ভারত যদি বাঁহাতি ব্যাটসম্যান রাখার কথা ভাবে, তাহলে এই দুজনকে দরকার।

advertisement

শিখর শেষবার ২০২১ জুলাইতে ভারতের হয়ে টি টোয়েন্টি খেলেছিলেন। কিন্তু গতবার আইপিএলে পঞ্জাব কিংস দলের হয়ে ৪৬০ রান করেন। তিনটে হাফ সেঞ্চুরি ছিল। আর সবচেয়ে বড় কথা আইসিসি প্রতিযোগিতায় ধাওয়ান প্রচন্ড ধারাবাহিক। তাই রোহিত শর্মার উচিত রেকর্ডের কথা ভেবে শিখরকে অন্তত বিশ্বকাপের দলে রাখা।

পাশাপাশি ঈশান নিজে রোহিতের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলেন। তার ক্ষমতাও জানা আছে ভারত অধিনায়কের। হরভজন মনে করেন তার আগে এই দুজনকেই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুযোগ দেওয়া উচিত। কারণ এই দুজন নিজেদের মানিয়ে নিতে পারলে প্রয়োজনে রাহুলকে মিডল অর্ডারেও ব্যবহার করা হতে পারে।

advertisement

আর ডান এবং বাঁহাতি ওপেনিং কম্বিনেশন থাকলে বিপক্ষ বোলারদের ক্ষেত্রেও কাজটা অনেক কঠিন হয়। পাশাপাশি দীনেশ কার্তিককে বাইরে রাখার যুক্তি খুঁজে পাচ্ছেন না হরভজন। ফিনিশার হিসেবে কার্তিক ঋষভ পন্থকে এই মুহূর্তে পেছনে ফেলবেন নিশ্চিত ভাজ্জি। তবে যা করতে হবে তাড়াতাড়ি।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ ভারতের কাছে অ্যাসিড টেস্ট। হরভজন মনে করেন এই দুটো সিরিজেই নিজেদের সেরা দল বেছে নেওয়া লক্ষ্য থাকবে ভারতের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
শিখর ধাওয়ানকে দরকার বিশ্বকাপে, গব্বরকে দলে ফেরানোর জোরালো দাবি হরভজনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল