আইপিএল খেলা নেপালি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল, তদন্ত শুরু
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sandeep Lamichhane captain of Nepal cricket team accused of raping 17 year old minor girl. আইপিএলের খেলা নেপালি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল, তদন্ত শুরু
#কাঠমান্ডু: একটা সময় তাকে বলা হচ্ছিল বিস্ময় বালক। ক্রিকেট দল হিসেবে নেপাল হয়তো কুলীন নয়, কিন্তু তাদের লেগ স্পিনার সন্দীপ লামিচান যে বিশাল প্রতিভা তাতে সন্দেহ ছিল না। অ্যাসোসিয়েট দেশের মধ্যে নেপালি ক্রিকেটকে তুলে ধরার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। দুর্ভাগ্যজনক হলেও এবার সেই সন্দীপের বিরুদ্ধে একটি ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটেছে কাঠমাণ্ডুর কাছে একটি এলাকায়। কিশোরীর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। লামিচানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা তা এখনও জানায়নি পুলিশ। অভিযুক্ত ক্রিকেটারের পক্ষ থেকে কোন বয়ান পাওয়া যায়নি।
Horrible news coming from Nepal Much loved youth icon & Nepal cricket team captain Sandeep Lamichhane is facing a rape charge. Kathmandu Police has registered a case against the cricketer for raping a 17 year old minor twice. pic.twitter.com/4zvdzHShv2
— Nitesh R Pradhan (@NiteshRPradhan) September 7, 2022
advertisement
advertisement
তবে নেপাল পুলিশ আশাবাদী দ্রুত তারা সত্যিই যাচাই করে নেবে। লামিচানে নেপালের একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে খেলেছেন। ২০১৮ সালে পাঁচটি উইকেট নেন তিনি। প্রথম ম্যাচ খেলেছিলেন বেঙ্গালুরু বিপক্ষে।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টস, জামাইকা তালাওয়াজ ও সেন্ট কিট্স অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের হয়ে খেলা ছাড়াও বাংলাদেশ এবং পাকিস্তান প্রিমিয়ার লিগেও খেলেছেন।
advertisement
তবে সন্দ্বীপের পরিচিত মানুষেরা জানিয়েছেন ওই কিশোরীর পরিবারের অভিযোগ সঠিক নয়। এরকম অপরাধমূলক কাজ করতেই পারেন না নেপালের জাতীয় দলের অধিনায়ক। তাঁকে ফাঁসানো হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2022 12:37 PM IST