আইপিএল খেলা নেপালি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল, তদন্ত শুরু

Last Updated:

Sandeep Lamichhane captain of Nepal cricket team accused of raping 17 year old minor girl. আইপিএলের খেলা নেপালি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল, তদন্ত শুরু

গুরুতর অভিযোগ সন্দ্বীপের বিরুদ্ধে
গুরুতর অভিযোগ সন্দ্বীপের বিরুদ্ধে
#কাঠমান্ডু: একটা সময় তাকে বলা হচ্ছিল বিস্ময় বালক। ক্রিকেট দল হিসেবে নেপাল হয়তো কুলীন নয়, কিন্তু তাদের লেগ স্পিনার সন্দীপ লামিচান যে বিশাল প্রতিভা তাতে সন্দেহ ছিল না। অ্যাসোসিয়েট দেশের মধ্যে নেপালি ক্রিকেটকে তুলে ধরার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য। দুর্ভাগ্যজনক হলেও এবার সেই সন্দীপের বিরুদ্ধে একটি ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল।
ঘটনাটি ঘটেছে কাঠমাণ্ডুর কাছে একটি এলাকায়। কিশোরীর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। লামিচানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা তা এখনও জানায়নি পুলিশ। অভিযুক্ত ক্রিকেটারের পক্ষ থেকে কোন বয়ান পাওয়া যায়নি।
advertisement
advertisement
তবে নেপাল পুলিশ আশাবাদী দ্রুত তারা সত্যিই যাচাই করে নেবে। লামিচানে নেপালের একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে খেলেছেন। ২০১৮ সালে পাঁচটি উইকেট নেন তিনি। প্রথম ম্যাচ খেলেছিলেন বেঙ্গালুরু বিপক্ষে।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টস, জামাইকা তালাওয়াজ ও সেন্ট কিট্‌স অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের হয়ে খেলা ছাড়াও বাংলাদেশ এবং পাকিস্তান প্রিমিয়ার লিগেও খেলেছেন।
advertisement
তবে সন্দ্বীপের পরিচিত মানুষেরা জানিয়েছেন ওই কিশোরীর পরিবারের অভিযোগ সঠিক নয়। এরকম অপরাধমূলক কাজ করতেই পারেন না নেপালের জাতীয় দলের অধিনায়ক। তাঁকে ফাঁসানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএল খেলা নেপালি ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল, তদন্ত শুরু
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement