শনিবার নেটে ব্যাট করতে গিয়ে কাঁধে চোট পেলেন বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। ফলে দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় ড্রেসিংরুমে আবার দুশ্চিন্তা।
কেপটাউনে ৩ জানুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় তথা ফাইনাল টেস্ট। শার্দুল খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে স্ক্যান রিপোর্ট থেকে জানা যাবে তার চোটের অবস্থা।
আরও পড়ুন- নিউজ18 বাংলার খবরে সিলমোহর, রঞ্জি ট্রফিতে শেষ বার বাংলার অধিনায়ক হলেন মনোজ
advertisement
শার্দুলের চোটের জন্য স্ক্যান করা দরকার কি না তা এই মুহুর্তে নিশ্চিত করা যায়নি। তবে চোটের পর তিনি আর নেট সেশনে বল করতে পারেননি। ফলে চিন্তা তো থাকছেই।
শার্দুল ঠাকুর প্রথমে থ্রোডাউন নেটে পৌঁছন, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের কাছ থেকে থ্রোডাউন থেকে বল মোকাবেলা করার সময় বাঁ কাঁধে বল লাগে।
নেট সেশন শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। শর্ট বল ডিফেন্ড করতে পারেননি ঠাকুর। ঠিক যেমনটা হয়েছিল প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে। বল লেগেই তিনি ব্যথায় চিৎকার করে উঠলেন এদিন। কিন্তু এর পর মুম্বাই অলরাউন্ডার নেটে ব্যাটিং চালিয়ে যান।
ব্যাটিং শেষ করার পর ফিজিও তাঁর কাঁধে বরফের প্যাক দেন। তবে এর পর তাঁকে আর নেটে অনুশীলন করতে দেখা যায়নি। প্রথম টেস্টে প্লেয়িং-১১-এর অংশ ছিলেন তিনি। তিনি প্রথম টেস্টে ১৯ ওভারে ১০০ রান দেন। ব্যাটিংয়ে তাঁর পারফরম্যান্স ভাল ছিল না।
দুই ম্যাচের এই টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। প্রথম টেস্টে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৩২ রানে পরাজিত হয়।
আরও পড়ুন- এক দিনে ২৬ কোটি টাকা কামালেন সচিন! মার্চ মাসে কেনা শেয়ার করে দিল মালামাল
উল্লেখ্য, আজ পর্যন্ত কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি ভারত। ৬টি ম্যাচের মধ্যে ৪টি হেরেছে ভারতীয় দল, আর ২টি ম্যাচ ড্র হয়েছে।