এক দিনে ২৬ কোটি টাকা কামালেন সচিন! মার্চ মাসে কেনা শেয়ার করে দিল মালামাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sachin Tendulkar Share Market: ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন সচিন তেন্ডুলকর। এক দিনে আয় হল ২৫ কোটি টাকা।
মুম্বই: আজাদ ইঞ্জিনিয়ারিং-এর আইপিও আজ শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। ৩৭ শতাংশ প্রিমিয়ামের সঙ্গে আইপিও তালিকাভুক্ত করা হয়েছে। আইপিও তালিকাভুক্তির ফলে বিনিয়োগকারীরা নিশ্চিতভাবে উপকৃত হয়েছেন। কিন্তু ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিত সচিন তেন্ডুলকার এতে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন।
মার্চ মাসে আজাদ ইঞ্জিনিয়ারিংয়ে ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তেন্ডুলকার। আজ হায়দরাবাদের আজাদ ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার তালিকাভুক্ত করার পর ৫৩১ শতাংশের ব্যাপক রিটার্ন পেয়েছেন তিনি। এর পর একদিনেই ২৬.৫ কোটি টাকা আয় করেছেন সচিন।
ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগে ২৬.৫ কোটি টাকা লাভ করে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ককে পেছনে ফেলেছেন তেন্ডুলকার। স্টার্ক এবার আইপিএলে সব থেকে বেশি টাকা পেয়েছেন। প্রায় ২৫ লাখ টাকা।
advertisement
advertisement
আরও পড়ুন- সূর্যরশ্মি থেকে আগত আলো তো সাদা, তাহলে আমাদের ছায়ার রঙ কালো কেন? রয়েছে রহস্য
মিচেলকে ডিসেম্বরের শুরুতে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। কিন্তু তেন্ডুলকার একদিনে তার থেকে বেশি অর্থ উপার্জন করলেন। ৬ মার্চ ২০২৩-এ আজাদ ইঞ্জিনিয়ারিং-এ প্রায় ৫ কোটি টাকার ইক্যুইটি কিনেছিলেন সচিন।
advertisement
আইপিওর আগে, স্টক স্প্লিট এবং বোনাস ইস্যুর পরে তেন্ডুলকার কোম্পানির ৪৩৮,২১০টি শেয়ার কিনেছিলেন। অধিগ্রহণের গড় খরচ শেয়ার প্রতি মাত্র ১১৪.১ টাকা। তেন্ডুলকর ৭৪০ কোটি টাকার আইপিওতে তাঁর অংশীদারিত্ব বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এর পর আজ কোম্পানির আইপিও ৭২০ টাকা মূল্যে NSE-তে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানির আইপিওর প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছিল ৫২৪ টাকা। এই শেয়ারটি বৃহস্পতিবার ৩৭.৪% প্রিমিয়াম সহ তালিকাভুক্ত করা হয়েছিল। এর সাথে ৫ কোটি টাকার বিনিয়োগের মূল্য বেড়ে ৩১.৫ কোটি টাকা হয়েছে।
advertisement
আরও পড়ুন- নিষেধাজ্ঞা উড়িয়ে নদীর জল থেকে সোনা তুলছেন গ্রামবাসীরা, উড়ছে লক্ষ লক্ষ টাকা !
আজাদ ইঞ্জিনিয়ারিং-এর আইপিও শুধুমাত্র তেন্ডুলকারকেই ধনী করেনি, পিভি সিন্ধু, সাইনা নেহওয়াল এবং ভিভিএস লক্ষ্মণের মতো অন্যান্য খেলোয়াড়দেরও করেছে। এই তিনজনও বিনিয়োগ করেছিলেন। তিনজনই কোম্পানিতে এক কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 28, 2023 4:50 PM IST