আরও পড়ুন - RCB vs KKR match : দুরন্ত লড়াই করেও প্রাক্তন নাইটের হাতেই শেষ ওভারে হারল নাইট রাইডার্স
প্রিয় বন্ধুকে বিদায় জানানোর দিনে অতীতের স্মৃতিচারণা করেছেন অ্যান্ড্রু সাইমন্ডস। খেলোয়াড়ি জীবনে হোটেল, ড্রেসিংরুম বা মাঠে ওয়ার্নের সঙ্গে বহু সময় কাটিয়েছেন সাইমন্ডস। তার স্মৃতিচারণায় উঠে আসে এমসিজিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের গল্প। সাবেক অজি অলরাউন্ডারের ভাষায়, সেটা ছিল ম্যাচের তৃতীয় দিন।
advertisement
এখনো মনে আছে, মাঠে যাওয়ার আগে তার ঘরে ঢুকে চমকে যাই। মেঝের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রাখা ক্রিকেট সরঞ্জাম। ওয়ার্নি সঙ্গে প্রচুর জুতো আর মোজা রাখত। সেগুলোর মধ্যেই বেশ কয়েকটা বড় উলের মোজায় রাখা ছিল অনেকগুলো ১০০ ডলারের নোট! এত টাকা একসঙ্গে দেখে সাইমন্ডস অবাক হয়ে যান। তারপর ওয়ার্নের কাছে এই টাকার রহস্য জানতে চান।
জবাবে হাসতে হাসতে ওয়ার্ন বলেছিলেন, ও কিছু না। কাল রাতে আমি ক্যাসিনোয় কিছু টাকা জিতেছি বন্ধু। তুমি তো জানোই টাকাই রাজা। সাইমন্ডস বলেছেন, মেঝেতে প্রচুর টাকা ছড়ানো ছিল। সেটা নিয়ে ওর বিশেষ চিন্তাও ছিল না। ওয়ার্ন আসলে এরকমই। ও খুব বড় মনের ছিল। যাদের পছন্দ করত, তাদের প্রচুর সাহায্য করত। আমি খুব ভাগ্যবান যে তার সাহায্য পেয়েছি।