TRENDING:

Symonds on Shane Warne : ক্যাসিনোয় জেতা টাকা মোজার মধ্যে লুকিয়ে রাখতেন শেন ওয়ার্ন! জানুন মজার কাহিনী

Last Updated:

Shane Warne used to hide $100 Notes from casino inside socks reveals team mate Andrew Symonds. ক্যাসিনোয় জেতা কয়েক লাখ টাকা মোজার মধ্যে রেখেছিলেন ওয়ার্ন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: মেজাজটাই ছিল তাঁর আসল রাজা। মাঠে এবং মাঠের বাইরেও তার জীবন নিয়ে কম চর্চা এবং সমালোচনা হয়নি। ভাল অথবা খারাপ, শেন ওয়ার্ন মানেই হেডলাইন। বেপরোয়া জীবন যাপন করতেন লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। বারবার বিতর্কিত হয়েছেন নারী, ড্রাগ আর আচরণগত নানা বিষয়ে। তার পরও বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমী ওয়ার্নের মৃত্যুতে চোখের জল ফেলছে। বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লক্ষাধিক মানুষের সমাবেশে এই খ্যাপাটে মানুষটিকে শেষবিদায় জানিয়েছে অস্ট্রেলিয়া।
ক্যাসিনোয় এক রাতে কয়েক লক্ষ টাকা জিতেছিলেন শেন ওয়ার্ন
ক্যাসিনোয় এক রাতে কয়েক লক্ষ টাকা জিতেছিলেন শেন ওয়ার্ন
advertisement

আরও পড়ুন - RCB vs KKR match : দুরন্ত লড়াই করেও প্রাক্তন নাইটের হাতেই শেষ ওভারে হারল নাইট রাইডার্স

প্রিয় বন্ধুকে বিদায় জানানোর দিনে অতীতের স্মৃতিচারণা করেছেন অ্যান্ড্রু সাইমন্ডস। খেলোয়াড়ি জীবনে হোটেল, ড্রেসিংরুম বা মাঠে ওয়ার্নের সঙ্গে বহু সময় কাটিয়েছেন সাইমন্ডস। তার স্মৃতিচারণায় উঠে আসে এমসিজিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের গল্প। সাবেক অজি অলরাউন্ডারের ভাষায়, সেটা ছিল ম্যাচের তৃতীয় দিন।

advertisement

এখনো মনে আছে, মাঠে যাওয়ার আগে তার ঘরে ঢুকে চমকে যাই। মেঝের চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রাখা ক্রিকেট সরঞ্জাম। ওয়ার্নি সঙ্গে প্রচুর জুতো আর মোজা রাখত। সেগুলোর মধ্যেই বেশ কয়েকটা বড় উলের মোজায় রাখা ছিল অনেকগুলো ১০০ ডলারের নোট! এত টাকা একসঙ্গে দেখে সাইমন্ডস অবাক হয়ে যান। তারপর ওয়ার্নের কাছে এই টাকার রহস্য জানতে চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

জবাবে হাসতে হাসতে ওয়ার্ন বলেছিলেন, ও কিছু না। কাল রাতে আমি ক্যাসিনোয় কিছু টাকা জিতেছি বন্ধু। তুমি তো জানোই টাকাই রাজা। সাইমন্ডস বলেছেন, মেঝেতে প্রচুর টাকা ছড়ানো ছিল। সেটা নিয়ে ওর বিশেষ চিন্তাও ছিল না। ওয়ার্ন আসলে এরকমই। ও খুব বড় মনের ছিল। যাদের পছন্দ করত, তাদের প্রচুর সাহায্য করত। আমি খুব ভাগ্যবান যে তার সাহায্য পেয়েছি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Symonds on Shane Warne : ক্যাসিনোয় জেতা টাকা মোজার মধ্যে লুকিয়ে রাখতেন শেন ওয়ার্ন! জানুন মজার কাহিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল