পাশাপাশি মুস্তাফিজুর রহমান শেষ কয়েক বছরে নিজেকে অনেক উন্নত করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শাকিব আল হাসান। রবিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে আরব আমিরশহির উদ্দেশে রওয়ানা হন তিনি। তবে ভিসা জটিলতার কারণে যেতে পারেননি মুস্তাফিজ। জটিলতার সমাধান হলে আজ সোমবার আরব আমিরাতের উদ্দেশে পাড়ি দেবেন তিনি।
advertisement
১৯ সেপ্টেম্বর আইপিএল পুনরায় শুরু হলেও সাকিবের দল কলকাতা মাঠে নামবে আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএলের প্রথম পর্বে সাকিবের পারফরম্যান্স অবশ্য সন্তোষজনক ছিল না। তিন ম্যাচে করেন মাত্র ৩৮ রান, বল হাতে নেন ২ উইকেট। সাকিব হতাশ করলেও আইপিএলে গিয়ে ছন্দ খুঁজে পান কাটার স্পেশালিস্টের তকমা পাওয়া মুস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে ৭ ম্যাচ উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী।
আরও পড়ুন - Ibra - Messi comparison : নিজেকে মেসি এবং রোনাল্ডোর সমান মনে করেন ইব্রাহিমোভিচ
আইপিএলে বাকি অংশে খেলতে বিসিবি এই দুই ক্রিকেটারকে অনুমতি দিয়েছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর। প্রতিপক্ষ স্কটল্যান্ড। এর আগে গিয়ে কোয়ারেন্টিন শেষে সেখানে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। তাই আইপিএল খেলে এই দুজন ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপের সময় নিজেদের দলের বাকি সদস্যদের পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে ইনপুট দিতে পারবেন এমনটাই মনে করা হচ্ছে। যেটা দিনের শেষে বিশ্বকাপে বাংলাদেশকে ভাল পারফর্ম করতে সাহায্য করবে।
বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল এবার নিজেকে সরিয়ে নিয়েছেন। তাই অন্যতম সেরা এই বাঁহাতি ওপেনারের অভাব বাংলাদেশ কীভাবে সামাল দেয়, সেটাই দেখার। তবে লিটন, সৌম্য সরকার, মুশফিকুর, মাহমুদুল্লাহ এবং আরও কয়েকজন ক্রিকেটার আছে, যাঁরা দলকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন।