কিন্তু ‘আরাভ জুয়েলার্স’ উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ এই ব্যবসাপ্রতিষ্ঠানটির মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার পলাতক আসামি! ২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে খুন হন পরিদর্শক মামুন।
আরও পড়ুন - Dhoni CSK: গিটার হাতে সুপারহিট ধোনি! চেন্নাই জার্সিতে মাহির নতুন ভিডিও ভাইরাল নেট মাধ্যমে
advertisement
এই মামলায় ২০১৯ সালের ১১ এপ্রিল গোয়েন্দা পুলিশ রবিউল সহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। আরাভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যান। রবিউল ভারতীয় পাসপোর্ট পান। যাতে তার নাম বদলে লেখা হয় ‘আরাভ খান’। সেখান থেকে চলে যান দুবাই। ২০২১ সালের ৩১ অক্টোবর আরব আমিরাত সরকার তাকে রেসিডেন্ট পারমিট দেয়।
এরপর থেকে আরভ আরবেই থাকেন এবং গয়নার ব্যবসা করেন। বিশ্বসেরা অলরাউন্ডার নিজেই এক ভিডিও বার্তায় এ খবর জানিয়েছেন। কয়েক মাস আগে জুয়া কম্পানির সঙ্গে চুক্তি করে বিতর্কিত সাকিব ফের এক বিতর্কের জন্ম দিলেন। তবে এই নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও পদক্ষেপ গ্রহণ করবে কিনা নিশ্চিত নয়। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর ক্রিকেটারদের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছেন নাজমুল হাসান পাপন।