খবর পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে সিএবি। সিএবির মেডিকেল ইউনিটের পক্ষ থেকে প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছাড়া হয় তাঁদের। তবে এই ঘটনায় উদ্বিগ্ন সিএবি ও কেকেআর কর্তৃপক্ষ। কী করে ম্যাচ চলাকালীন কুকুর ঢুকে পড়ল গ্যালারিতে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন- IPL উদ্বোধনে অনুষ্কার দুর্দান্ত নাচ! হবু বউকে মঞ্চে দেখে হা বিরাট কোহলি, তার পর…
advertisement
ইতিমধ্যেই কলকাতা পুরসভাকে গোটা বিষয়টি সিএবির তরফ থেকে জানানো হয়েছে। আবেদন করা হচ্ছে যাতে দ্রুত ব্যবস্থা করা হয়। যেহেতু আইপিএল চলাকালীন ইডেনের দায়িত্ব কেকেআরের উপরও বর্তায়, সেই কারণে নাইট কর্তৃপক্ষ বিষয়টি জোরের সঙ্গে দেখছে।
সিএবির মেডিকেল চেয়ারম্যান প্রদীপ কুমার দে বলেন, ‘হ্যাঁ ঘটনাটা সত্যি। ম্যাচ চলাকালীন গ্যালারিতে কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছে। তাদের প্রত্যেককেই সিএবির তরফ থেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই মেয়র পারিষদ দেবাশিস কুমারকে বিষয়টি জানানো হয়। আশা করা হচ্ছে, পরবর্তী ম্যাচের আগে এই সমস্যা মিটে যাবে।’
আরও পড়ুন- বড় খবর, ২০২৫ বিশ্বকাপ ভারতে! কোন কোন মাঠে খেলা, ঘোষণা করে দিল বিসিসিআই!
অনেকেই বলছেন, ১২ নম্বর গেটের ভিতরে জি আর এইচ ব্লকের মাঝে বেশ কয়েকটি কুকুর ঢুকে পড়ে। তার মধ্যে একটি কুকুর উন্মত্ত অবস্থায় কামড়ায় ৭ জনকে। আইপিএলে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। বিশেষ করে ইডেনে এমন ঘটনা এই প্রথম।