TRENDING:

Saurashtra Batsman Avi Barot Passes Away: হঠাৎ হৃদরোগে আক্রান্ত, ২৯ বছরেই মৃত্যু হল সৌরাষ্ট্রের ব্যাটসম্যান অভি বরতের

Last Updated:

২০১৯-২০ সালে রনজি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের সদস্যও ছিলেন বরত৷ গুজরাত এবং হরিয়ানার হয়েও রনজি ট্রফিতে খেলেছেন তিনি (Saurashtra Batsman Avi Barot Passes Away)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজকোট: হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সেই মৃত্যু হল সৌরাষ্ট্রের ব্যাটসম্যান অভি বরতের৷ ভারতের অনুর্ধ্ব ১৯ দলের প্রাক্তন অধিনায়কও ছিলেন অভি (Saurashtra Batsman Avi Barot Passes Away)৷ তরুণ এই ক্রিকেটারের আচমকা প্রয়াণে ভারতীয় ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে৷
মাত্র ২৯ বছর বয়সেই মৃত্যু হল সৌরাষ্ট্রের ব্যাটসম্যান অভি বরতের৷
মাত্র ২৯ বছর বয়সেই মৃত্যু হল সৌরাষ্ট্রের ব্যাটসম্যান অভি বরতের৷
advertisement

২০১৯-২০ সালে রনজি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের সদস্যও ছিলেন বরত (Avi Barot)৷ গুজরাত এবং হরিয়ানার হয়েও রনজি ট্রফিতে খেলেছেন তিনি৷

শুক্রবার নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন অভি (Avi Barot Death)৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই অবশ্য মৃত্যু হয় তাঁর৷ অভি ব্যারটের মা এবং স্ত্রী রয়েছেন৷ তাঁর স্ত্রী আবার সন্তানসম্ভবা৷

সৌরাষ্ট্র (Saurashtra) ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, 'বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে অভি৷ সঙ্গে সঙ্গেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অ্যাম্বুল্যান্সেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে৷ ও খুবই প্রাণবন্ত ছেলে ছিল এবং ওর প্রতিভা দেখেই ওকে আমি হরিয়ানা থেকে সৌরাষ্ট্রে নিয়ে আসি৷'

advertisement

আরও পড়ুন: হেরে গেলেও প্রাপ্তি অনেক, বলছেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান

জয়দেব শাহ আরও জানিয়েছেন, মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই অভির বাবার মৃত্যু হয়৷ জয়দেবের কথায়, 'অভির স্ত্রী এখন চার মাসের সন্তানসম্ভবা৷ এই ঘটনা মেনে নিতে আমারও বেশ কিছুটা সময় লাগবে৷'

গত সপ্তাহেই স্থানীয় একটি টুর্নামেন্টেও অংশ নেন শুভ৷ ডান হাতি এই ব্যাটসম্যান অফ ব্রেক বোলিংও করতে পারতেন৷

advertisement

বরত এখনও পর্যন্ত ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন৷ ৩৮টি লিস্ট এ এবং ২০টি ঘরোয়া টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন৷ উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ম্যাচে ১৫৪৭ রান করেন অভি৷ লিস্ট এ-তে তাঁর সংগ্রহ ছিল ১০৩০ রান এবং টি টোয়েন্টিতে তিনি ৭১৭ রান করেছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সপ্তাহান্তে ঘুরে আসুন বিষ্ণুপুরের মদনমোহন মন্দির, টেরাকোটায় লেখা এক সভ্যতার কাহিনি
আরও দেখুন

২০১৯-২০ সালে রনজি ট্রফির ফাইনালে বাংলার বিরুদ্ধে খেলেছিলেন অভি৷ সেই ম্যাচে অর্ধশতরানও করেন তিনি৷ এ বছরই সইদ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাত্র ৫৩ বলে ১২২ রান করে সবার নজর কেড়ে নিয়েছিলেন অভি৷ ২০১১ সালে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ক ছিলেন তিনি৷ বরতের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Saurashtra Batsman Avi Barot Passes Away: হঠাৎ হৃদরোগে আক্রান্ত, ২৯ বছরেই মৃত্যু হল সৌরাষ্ট্রের ব্যাটসম্যান অভি বরতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল