লোকজন বলছেন, সারা আলি খান এবং শুভমান গিল একে অপরকে ডেট করছেন। ভারতীয় ক্রিকেটার শুভমান গিল সম্প্রতি প্রীতি সিমোস এবং নীতি সিমোসের চ্যাট শো 'দিল দিয়া গল্লায়'-এ হাজির হয়েছিলেন। এই চ্যাট শোতে শুভমন গিলকে যখন সারা আলি খানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি এমন একটি কথা বলেছেন, যা অনেকে বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। তিনি কি সত্যিই সারা ডেট করছেন! উত্তরটা শুভমান নিজেই দিয়েছেন এই শো-তে।
advertisement
আরও পড়ুন- কাল দল রাখবে না জানিয়েছিল, অবসর নেওয়া Kieron Pollard এবার মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ
ওই শোতে শুভমান গিলকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কোন বলিউড নায়িকাকে সবচেয়ে উপযুক্ত মনে করেন! তখন তিনি উত্তরে সারা আলি খানের নাম নেন। এর পর শুভমান গিলকে ডেটিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'হয়তো...' শুভমন এত কথা বলার পরই অ্যাঙ্কররা সারার সঙ্গে ডেটিং-এর পুরো সত্যিটা জানাতে বলেন। এরপর ক্রিকেটার মজা করে বলেন- আমি সব কথা বলেছি...হয়তো আর হয়তো না...' তার পর হাসতে শউরু করেন ক্রিকেটার।
আরও পড়ুন- ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ স্কোলারি-র বড় ঘোষণা! চমকে দিলেন ফুটবল বিশ্বকে
শুভমানের এমন স্বীকারোক্তির পরই অনেকে মনে করছেন, সত্যিই হয়তো তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সারা আলি খান।