মঞ্চেই দাঁড়িয়ে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। কিন্তু তিনি ছিলেন একবারেই নীরব।
পাকিস্তানের খেলোয়াড়রা রানার্সআপের মেডেল নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে। আর রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথিদের কাছ থেকে। তবে নাকভির থেকে এশিয়া কাপ ট্রফি নিলেন না সূর্যকুমার যাদবরা।
advertisement
বিসিসিআই অভিযোগ করেছে, তাদের জেতা এশিয়া কাপ ট্রফি ও খেলোয়াড়দের পদক মহসিন নাকভি হোটেলে নিয়ে গেছেন। যত দ্রুত সম্ভব তা ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। এ ছাড়া এশিয়া কাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ঘটনায় কড়া প্রতিবাদের কথাও বলছেন তিনি।
আরও পড়ুন- হারার পরও লজ্জা নেই! ফাইনাল শেষে এমন ‘অসভ্যতা’ করল পাকিস্তান! ফাঁস করল ভারতীয় বোর্ড
ওদিকে ম্যাচ শেষ হতেই মারাত্মক অভিযোগ করে বসলেন পাক অধিয়ানক সলমান আঘা। পাকিস্তান অধিনায়ক জানালেন, সূর্যকুমার যাদব নাকি তাঁর সঙ্গে দু’বার হাত মিলিয়েছিলেন। আঘা রবিবার ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে দাবি করে, ভারতীয় ক্যাপ্টেন সূর্য তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে করমর্দন করেন। কিন্তু যখনই ক্যামেরার সামনে এসেছিলেন, তখন আর হাত মেলাতে চাননি।
সলমন বলেন, ‘‘এশিয়া কাপ প্রতিযোগিতার শুরুতে একবার ও আমার সঙ্গে একান্তে করমর্দন করেছিল। পরে ম্যাচ রেফারির সঙ্গে বৈঠকের সময় হাত মিলিয়েছিল।’’ সলমান আরও বলেন, “২০০৭ থেকে আমি পেশাদার ক্রিকেট খেলছি। কখনও দেখিনি ম্যাচের মধ্যে দুটো দল হাত মেলাচ্ছে না। শুনে এসেছি ক্রিকেট মাঠে ভদ্রতা বজায় রাখা হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন এর থেকেও খারাপ সম্পর্ক ছিল, তখনও দুই দল একে অপরের বিরুদ্ধে খেলেছে। তখনও হাত মিলিয়েছে দু’দলের ক্রিকেটারেরা। ভারত যা করল, সেটা ক্রিকেটের অপমান।”