সামনেই সাফ কাপের সেমিফাইনাল। লেবাননের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নামার আগে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন সুনীল ছেত্রী। সেখানেও সূনীল ছেত্রীর দিকে ধেঁয়ে আসে অবসর নিয়ে প্রশ্ন। সুনীল ছেত্রী জানান,’আমি কখনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি না। আমি পরের ম্যাচের কথা ভাবি। খুব বেশি পরবর্তী ১০ দিনে নিয়ে ভাবি। আমি জানি না দেশের হয়ে আমি আমার শেষ ম্যাচটা কবে খেলব। আমি অবসর নিয়ে তখনই ভাবব যখন বুঝতে পারব আমার কাজ শেষ হয়ে গিয়েছে।’
advertisement
আরও পড়ুনঃ Emiliano Martinez: এমি মার্টিনেজকে দেখতে চান! কোথায় পাবেন টিকিট, কত দাম, জেনে নিন বিস্তারিত
এছাড়াও সুনীল ছেত্রী বলেন,’অবসর নিয়ে না ভাবলেও কিছু জিনিস ঠিক করে রেখেছি নিজের জন্য। যেদিন মনে হবে গোল করতে পারছি না, দলের হয়ে কোনও অবদান রাখতে পারছি না। অনুশীলন করতে পারছি না, তখন অবসর নিয়ে ভাবব। বর্তমানে আমি কেন আমার পরিবারও জানে না আমি কবে অবসর নেব।’ তবে ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন আগামি বছর এশিয়া কাপ খেলেই বুট জোড়া তুলে রাখবেন সুনীল ছেত্রী। তবে দেশের জার্সিতে সুনীলে ১০০ গোল দেখতে চান ফ্যানেরা