TRENDING:

মিডল স্টাম্প উড়ে গেলেও পড়ল না বেল, আজব কাণ্ড দেখে চুপ থাকতে পারলেন না সচিনও

Last Updated:

Sachin Tendulkar: মিডল স্টাম্প ছিটকে গিয়েছে কিন্তু দুটি বেল নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। এমনই এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। যা দেখে প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারলেন না সচিন তেন্ডুলকরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উইকেটে বল লেগেছে কিন্তু বেল পড়েনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আইপিএল, সাম্প্রতিক সময়ে একাধিকবার দেখা গিয়েছে এই ঘটনা। কিন্তু কখনও দেখেছেন মিডল স্টাম্প ছিটকে গিয়েছে কিন্তু দুটি বেল নিজের জায়গা থেকে এক চুলও নড়েনি। এমনই এক ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। যা দেখে প্রতিক্রিয়া না দিয়ে থাকতে পারলেন না সচিন তেন্ডুলকরও।
advertisement

মেলবোর্নের ক্লাব ক্রিকেটে ঘটেছে এই আজব কাণ্ড। বল লেগে মিডল স্টাম্প পুরো আলাদা হয়ে গেলেও বেল পড়েনি। যা এক প্রকার অবাস্তব। মিডল স্টাম্পের সঙ্গে দুটি বেলের কোনও সংযোগ ছিল না। ম্যাজিকের মত দেখায় ঘটনা। কিন্তু ক্রিকেটের নিয়ম অনুযায়ী বেল না পড়ায় জীবন দান পেয়ে যায় ব্যাটার।

এই ঘটনা নজর এড়ায়নি কিংবদন্তী সচিন তেন্ডুলকরের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এক্স অ্যাকাউন্টে মাস্টার ব্লাস্টার মজার ছলে লেখেন, এটা পুরোপুরি ভাগ্যের বিষয় যা ব্যাটার আউট হওয়া থেকে বেল পাইয়ে দিল। সচিনের মন্তব্য নেট দুনিয়ায় ঝড় তোলে মুহূর্তে।

advertisement

আরও পড়ুনঃ MS Dhoni: কখন রেগে আগুন হয়ে যান ‘ক্যাপ্টেন কুল’ ধোনি? জানালেন সিএসকের প্রাক্তন সতীর্থ

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

সোশ্যাল মিডিয়াতেও নেটজেনরা নানরকম মন্তব্য় করেন। কেউ বলেন, আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট না দিয়ে ঠিকই করেছেন। অনেকেই আবার এক্ষেত্রে আউট দেওয়াক পক্ষেও সওয়াল করেন। কিন্তু কীভাবে বেল পড়লা না সেই উত্তর কেউই দিতে পারেনি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
মিডল স্টাম্প উড়ে গেলেও পড়ল না বেল, আজব কাণ্ড দেখে চুপ থাকতে পারলেন না সচিনও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল