মেলবোর্নের ক্লাব ক্রিকেটে ঘটেছে এই আজব কাণ্ড। বল লেগে মিডল স্টাম্প পুরো আলাদা হয়ে গেলেও বেল পড়েনি। যা এক প্রকার অবাস্তব। মিডল স্টাম্পের সঙ্গে দুটি বেলের কোনও সংযোগ ছিল না। ম্যাজিকের মত দেখায় ঘটনা। কিন্তু ক্রিকেটের নিয়ম অনুযায়ী বেল না পড়ায় জীবন দান পেয়ে যায় ব্যাটার।
এই ঘটনা নজর এড়ায়নি কিংবদন্তী সচিন তেন্ডুলকরের। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এক্স অ্যাকাউন্টে মাস্টার ব্লাস্টার মজার ছলে লেখেন, এটা পুরোপুরি ভাগ্যের বিষয় যা ব্যাটার আউট হওয়া থেকে বেল পাইয়ে দিল। সচিনের মন্তব্য নেট দুনিয়ায় ঝড় তোলে মুহূর্তে।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: কখন রেগে আগুন হয়ে যান ‘ক্যাপ্টেন কুল’ ধোনি? জানালেন সিএসকের প্রাক্তন সতীর্থ
সোশ্যাল মিডিয়াতেও নেটজেনরা নানরকম মন্তব্য় করেন। কেউ বলেন, আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট না দিয়ে ঠিকই করেছেন। অনেকেই আবার এক্ষেত্রে আউট দেওয়াক পক্ষেও সওয়াল করেন। কিন্তু কীভাবে বেল পড়লা না সেই উত্তর কেউই দিতে পারেনি।