MS Dhoni: কখন রেগে আগুন হয়ে যান 'ক্যাপ্টেন কুল' ধোনি? জানালেন সিএসকের প্রাক্তন সতীর্থ

Last Updated:

When did MS Dhoni get angry: হিমশীতল ধোনিরও মাথা গরম হয়, প্রচণ্ড রেগে যান। সেই কথাই জানালেন সিএসকে-তে ধোনির প্রাক্তন সতীর্থ।

কখন রেগে আগুন হয়ে যান 'ক্যাপ্টেন কুল' ধোনি?
কখন রেগে আগুন হয়ে যান 'ক্যাপ্টেন কুল' ধোনি?
কলকাতা: প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনিকে সকলেই ক্যাপ্টেন কুল নামেও চেনেন। দেশকে ২টি বিশ্বকাপ দেওয়ার পাশাপাশি ধোনির ঠাণ্ডা মাথার অধিনায়কত্বে ভর করেণ ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু এহেন হিমশীতল ধোনিরও মাথা গরম হয়, প্রচণ্ড রেগে যান। সেই কথাই জানালেন সিএসকে-তে ধোনির প্রাক্তন সতীর্থ।
২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসে খেলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী ওপেনার ম্যাথিউ হেডেন। খুব কাছ থেকে ধোনিকে দেখেছেন তিনিও। হেডেনই জানান মাঠে কখন রেগে যান ধোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেডেন বলেছেন,”ধোনির মাথা মাছে এমনিতে ঠান্ডা। কিন্তু ফিল্ডিংয়ে গোলমাল পছন্দ করেন না। তাই উইকেটের পিছন থেকে ক্রমাগত কথা বলতে থাকেন বোলার ও ফিল্ডারদের সঙ্গে। ফিল্ডিংয়ে সমস্যা হলে ভয়ঙ্কর রেগে যায় ধোনি।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০০৮ সাল আইপিএলের প্রথম মরশুম থেকে সিএসকের অধিনায়কত্বের ব্যাটন ধোনির হাত। গত মরশুমেও দলকে চ্যাম্পিয়ন করেছে। ২০২৪ আইপিএলেও খেলবেন বলে জানিয়েছেন ধোনি। তবে এটাই হয়তো শেষ মরশুম মাহির।
advertisement
এখনও পর্যন্ত আইপিএলে ২৫০টি ম্যাচ খেলেছেন এমএস ধোনি। প্রায় ৩৯ গড়ে ৫০৮২ রান করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। সর্বোচ্চ স্কোর ৮৪। আন্তর্জাতিক ক্রিকেটকে ২০২০ সালেই বিদায় জানিয়েছেন। এবার আইপিএলে ধোনিকে শেষবার দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
বাংলা খবর/ খবর/খেলা/
MS Dhoni: কখন রেগে আগুন হয়ে যান 'ক্যাপ্টেন কুল' ধোনি? জানালেন সিএসকের প্রাক্তন সতীর্থ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement