TRENDING:

'স্কোয়ার কাট থেকে হেয়ারকাট', ইন্সটাগ্রামে ঝড় তুলল সচিনের নতুন লুক

Last Updated:

সচিন খেলা থেকে অবসর নেন ২০১৩ সালে। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সক্রিয় তিনি। ফ্যানেরাও সবসময় অপেক্ষায় থাকেন নতুন কোন ঝড় তোলেন সচিন তা দেখতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন। কথাটাকে আরও একবার সত্যি প্রমাণ করলেন লিটল মাস্টার। লকডাউনে বন্ধ গোটা দেশ। বন্ধ প্রায় সমস্ত পরিষেবাই। এর মধ্যেই নিজের চুল ছাঁটার দায়িত্ব নিয়ে নিলেন সচিন। কাঁচি হাতে দেখা গেল। তাঁকে শেয়ার করলেন নিজের লুক।
advertisement

রবিবার সচিন তাঁর ছবিচি পোস্ট করে লেখেন," ফ্রম স্কোয়ারকাট টু হেয়ারকাট। সবসয়মেই নতুন কিছু করতে চেয়েছি।" সচিনের ছবিটি শেয়ার হতেই সোশ্যাল মিডিয়ায় তুফান।

শুধু সচিন নন, অনেক তারকাই বাড়িতেই পার্লার খুলে ফেলেছে্ন। দিন কয়েক আগেই একটি ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির চুল ছেঁটে দিচ্ছেন অনুষ্কা শর্মা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

সচিন খেলা থেকে অবসর নেন ০১৩ সালে। তার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত সক্রিয় তিনি। ফ্যানেরাও সবসময় অপেক্ষায় থাকেন নতুন কোন ঝড় তোলেন সচিন তা দেখতে।

বাংলা খবর/ খবর/খেলা/
'স্কোয়ার কাট থেকে হেয়ারকাট', ইন্সটাগ্রামে ঝড় তুলল সচিনের নতুন লুক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল