ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য হয়েও কী করে তাঁরা আইপিএলের আলাদা আলাদা ফ্রাঞ্চাইজিরে মেন্টর হিসেবে কাজ করছেন এরই ব্যাখ্যা ফের একবারও চাওয়া হবে তাঁদের থেকে ৷ ইতিমধ্যেই এই ইস্যুতে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিসট্রেটরকে একহাত নিয়েছেন সচিন ৷ তিনি জানিয়েছেন (CoA) কখনই তাদের কাছে পরিষ্কার করে দেয়নি তাদের দায়িত্ব ঠিক কী ৷
advertisement
আরও পড়ুন - World Cup 2019: সৌরভের মতে এবারের বিশ্বকাপের ফেভারিট পাকিস্তান
তেন্ডুলকরের আইনজীবী অম্বুডম্যান ডিকে জৈনকে লেখা চিঠিতে জানিয়েছেন যার মূল কথা ২০১৩ সালে নিজেদের তারকা ক্রিকেটার সচিনকে যখন টিম আইকন বাছেন তার অনেক পরে ২০১৫ সালে বোর্ডের পক্ষ থেকে তাঁকে CAC অর্থাৎ ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির সদস্য নির্বাচিত করা হয় ৷
এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন বিসিসিআই যাঁকে নোটিশ দিয়েছে স্বার্থের সংঘাতের জন্য তিনি অনেকবার জানতে চেয়েছেন CAC-র সদস্য হিসেবে তাঁর রোল বা কাজ কী হবে ৷ যা নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনও পরিষ্কার রূপরেখা পাওয়া যায়নি ৷
আরও দেখুন