TRENDING:

অর্জুন তেন্ডুলকরের সঙ্গে বাগদানের আগেই হবু ননদ সারার সঙ্গে গার্লস ট্রিপে গিয়েছিলেন সানিয়া চান্দোক ! ইন্টারনেটে হু-হু করে ভাইরাল হচ্ছে সেই ভিডিও

Last Updated:

Saaniya Chandhok Girls Trip Video : শোনা যাচ্ছে যে, নিজের শৈশবের বন্ধু সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে অর্জুনের। এদিকে অর্জুন-সানিয়ার বাগদানের খবরে স্বাভাবিক ভাবেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের পরিবারে এখন খুশির হাওয়া। কারণ সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকরের। এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে, নিজের শৈশবের বন্ধু সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে অর্জুনের। এদিকে অর্জুন-সানিয়ার বাগদানের খবরে স্বাভাবিক ভাবেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও হবু বর-কনের পরিবারের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও কিছুই ঘোষণা করা হয়নি। এমনকী অর্জুন-সানিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক নিয়েও সেভাবে কিছু শোনা যায়নি দুই পরিবারের তরফে। এদিকে এরই মাঝে সচিন-কন্যা সারা তেন্ডুলকরের একটি ভিডিও ইন্টারনেটে হু-হু করে ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে, হবু বৌদি সানিয়া চান্দোকের সঙ্গে গার্লস ট্রিপে গিয়েছেন তিনি।
সানিয়া চান্দোকের ভিডিও ভাইরাল
সানিয়া চান্দোকের ভিডিও ভাইরাল
advertisement

আরও পড়ুন– এক রাতের জন্য মিলত ৩০০০ টাকা ! দেহ ব্যবসা থেকে সোজা উঠে এসেছিলেন রুপোলি দুনিয়ায়, উপহার দিয়েছেন বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবি 

আসলে সোশ্যাল মিডিয়ায় ততটাও সক্রিয় নন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। কিন্তু বোন সারা আবার একেবারেই উল্টো। আসলে সারা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। বলা ভাল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে সচিন-কন্যার জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৮৫ লক্ষ। এদিকে সচিন-পুত্র অর্জুনের বাগদানের জল্পনা ছড়িয়ে পড়তেই ভক্তরা সারার পোস্টের উপর নজর রাখতে শুরু করেছেন। বিশেষ করে সানিয়ার সঙ্গে সারা কী পোস্ট দিচ্ছেন, সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

advertisement

এই মুহূর্তে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, সমুদ্র সৈকতে গার্লস ট্রিপ উপভোগ করছেন সারা এবং সানিয়া। ২০২৪ সালের অক্টোবর মাসে ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওটিতে এখনও পর্যন্ত ৬০ মিলিয়নেরও বেশি ভিউ এসেছে। আর লাইকও পড়েছে প্রায় ৫০ লক্ষেরও বেশি। ক্যাপশনে লেখা হয়েছে যে, “টেবিল ফর থ্রি।”

advertisement

আরও পড়ুন– প্রায় পনেরো বছর আগে মুক্তি পেয়েছিল এই ব্লকবাস্টার ছবি, ১৩০০ দিন ধরে দাপিয়েছে প্রেক্ষাগৃহে আর IMDb রেটিংও দুর্ধর্ষ !

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আসলে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে সারা এবং সানিয়ার মধ্যে থাকা সম্পর্কের গভীরতার বিষয়টা ধরা পড়েছে। আর অর্জুনের বাগদানের খবর সংবাদের শিরোনামে জায়গা করে নিতেই সানিয়ার প্রতি প্রত্যেকের আগ্রহ প্রকাশ পেতে শুরু করেছে। কে এই সানিয়া। আর তাঁর পরিচয়ই বা কী। আসলে মুম্বইয়ে ভেটেরিনারি টেকনিশিয়ান হিসেবে কাজ করেন সানিয়া। অর্জুন এবং তাঁর পরিবারের সঙ্গে সানিয়ার একটি পুরনো ভিডিও ইতিমধ্যেই ফের ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তা-ই নয়, একটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ঘনিষ্ঠ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে সানিয়াকে। আসলে সেটি ছিল সারা তেন্ডুলকরের পিলাটেস অ্যাকাডেমি উদ্বোধনের অনুষ্ঠান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
অর্জুন তেন্ডুলকরের সঙ্গে বাগদানের আগেই হবু ননদ সারার সঙ্গে গার্লস ট্রিপে গিয়েছিলেন সানিয়া চান্দোক ! ইন্টারনেটে হু-হু করে ভাইরাল হচ্ছে সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল