আসলে সোশ্যাল মিডিয়ায় ততটাও সক্রিয় নন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। কিন্তু বোন সারা আবার একেবারেই উল্টো। আসলে সারা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। বলা ভাল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে সচিন-কন্যার জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৮৫ লক্ষ। এদিকে সচিন-পুত্র অর্জুনের বাগদানের জল্পনা ছড়িয়ে পড়তেই ভক্তরা সারার পোস্টের উপর নজর রাখতে শুরু করেছেন। বিশেষ করে সানিয়ার সঙ্গে সারা কী পোস্ট দিচ্ছেন, সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা।
advertisement
এই মুহূর্তে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, সমুদ্র সৈকতে গার্লস ট্রিপ উপভোগ করছেন সারা এবং সানিয়া। ২০২৪ সালের অক্টোবর মাসে ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওটিতে এখনও পর্যন্ত ৬০ মিলিয়নেরও বেশি ভিউ এসেছে। আর লাইকও পড়েছে প্রায় ৫০ লক্ষেরও বেশি। ক্যাপশনে লেখা হয়েছে যে, “টেবিল ফর থ্রি।”
আসলে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে সারা এবং সানিয়ার মধ্যে থাকা সম্পর্কের গভীরতার বিষয়টা ধরা পড়েছে। আর অর্জুনের বাগদানের খবর সংবাদের শিরোনামে জায়গা করে নিতেই সানিয়ার প্রতি প্রত্যেকের আগ্রহ প্রকাশ পেতে শুরু করেছে। কে এই সানিয়া। আর তাঁর পরিচয়ই বা কী। আসলে মুম্বইয়ে ভেটেরিনারি টেকনিশিয়ান হিসেবে কাজ করেন সানিয়া। অর্জুন এবং তাঁর পরিবারের সঙ্গে সানিয়ার একটি পুরনো ভিডিও ইতিমধ্যেই ফের ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তা-ই নয়, একটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ঘনিষ্ঠ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে সানিয়াকে। আসলে সেটি ছিল সারা তেন্ডুলকরের পিলাটেস অ্যাকাডেমি উদ্বোধনের অনুষ্ঠান।