এক রাতের জন্য মিলত ৩০০০ টাকা ! দেহ ব্যবসা থেকে সোজা উঠে এসেছিলেন রুপোলি দুনিয়ায়, উপহার দিয়েছেন বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবি
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আসলে এই ছবিগুলির সবথেকে বড় বিশেষত্ব হল, এই ছবির লেখনী। বলে রাখা ভাল যে, এই ফিল্মগুলি লিখেছেন প্রতিভাময়ী শগুফতা রফিক।
বলিউডে ‘ও লমহে’, ‘আওয়ারাপন’, ‘ধোখা’, ‘রাজ’, ‘মার্ডার ২’ এবং ‘জন্নত ২’-এর মতো ছবি এসেছে। আসলে এই সমস্ত ছবির মূল উপজীব্য হল দুর্দান্ত গল্প এবং চিত্রনাট্য। এই ছবির তারকা, পরিচালক এবং সঙ্গীতশিল্পীদের কথা হয়তো সকলেই জানেন। কিন্তু এই সমস্ত ছবির পিছনে থাকা আসল মুখ কিন্তু অন্য একজন। আসলে এই ছবিগুলির সবথেকে বড় বিশেষত্ব হল, এই ছবির লেখনী। বলে রাখা ভাল যে, এই ফিল্ম গুলি লিখেছেন প্রতিভাময়ী শগুফতা রফিক। একের পর এক চিত্রনাট্য লিখেছেন তিনি। আর পাশাপাশি সংলাপ লেখা থেকে শুরু করে পরিচালনা সব কিছুই সামলেছেন।
advertisement
advertisement
advertisement
অভিনেত্রী আনোয়ারি বেগমের কাছেই লালিত হয়েছেন তিনি। কেউ কেউ বলেন, শগুফতা আসলে আনোয়ারির নাতনি। আবার কেউ বা বলেন, অভিনেত্রী শগুফতাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন। ফলে আজও কেউই জানেন না শগুফতার আসল মা-বাবার পরিচয়। দারিদ্র্যের কারণে একটা সময় শগুফতাকে দেহ ব্যবসায় পর্যন্ত নামতে হয়েছিল। প্রাইভেট পার্টিতে নাচ করতে যেতেন তিনি।
advertisement
advertisement
শগুফতা যখন মাত্র ১৭ বছরের কিশোরী, তখনই তাঁকে এই নরকযন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে। দেহ ব্যবসার পাশাপাশি দুবাইয়ে বার নর্তকীর কাজও করতে হয়েছিল তাঁকে। ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে ওই লেখিকা জানিয়েছিলেন যে, সেই কাজে এক রাতের জন্য ৩০০০ টাকা করে পেতেন তিনি। এরপর কারও পরামর্শে দুবাই পৌঁছে সেখানে বার নর্তকী হিসেবে কাজ শুরু করেন। আর দুবাইয়ে কাজের সূত্রেই প্রথম বার প্রেমে পড়েছিলেন শগুফতা।
advertisement
পানশালায় পুরুষদের মনোরঞ্জনের জন্য নাচ-গান করতেন তিনি। সেখানেই একবার এক ৪৫ বছরের পুরুষ শুগুফতার নাচ দেখে দেখে তাঁর উপর টাকার বর্ষণ করেছিলেন। এরপরেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে তা বিয়ের পিঁড়ি অবধি আর পৌঁছয়নি। এরপর ২০০২ সাল নাগাদ মহেশ ভাটের সঙ্গে আলাপ হয় শগুফতার। তখনই তাঁকে লেখার সুযোগ দেন স্বনামধন্য ওই পরিচালক। ২০০৬ সালে মোহিত সুরির ‘কলিযুগ’ ছবির কয়েকটা দৃশ্য লিখেছিলেন শগুফতা। পরে ‘উয়ো লমহে’ লেখেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘মার্ডার ২’ থেকে শুরু করে ‘আশিকি ২’ ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের।