প্রায় ১৫ বছর আগে মুক্তি পেয়েছিল এই ব্লকবাস্টার ছবি, ১৩০০ দিন ধরে দাপিয়েছে সিনেমা হলে আর IMDb রেটিংও দুর্ধর্ষ !

Last Updated:
Blockbuster Film Of 2010: কিন্তু কোথায় এই ছবিটির বিশেষত্ব? আর কেনই বা এত দিন ধরে প্রেক্ষাগৃহে চলল ছবিটি? সেটাই বিশদে আলোচনা করে নেওয়া যাক। 
1/6
অনেকেরই হয়তো বিশ্বাস হবে না যে, একটি ছবি ১০০০ দিনেরও বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে রাজত্ব চালিয়েছে। তা-ও আবার একটি তামিল ছবি! তবে এই বিষয়টাকে অবশ্য তামিল ছবির জগতের বিশেষ এক গৌরবের অধ্যায় বলেই গণ্য করা হয়। কিন্তু কোথায় এই ছবিটির বিশেষত্ব? আর কেনই বা এত দিন ধরে প্রেক্ষাগৃহে চলল ছবিটি? সেটাই বিশদে আলোচনা করে নেওয়া যাক। ২০১০ সালে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘ভিন্নাইথান্ডি ভরুভায়া’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিম্বু এবং তৃষা। আর ছবির পরিচালক হলেন গৌতম বাসুদেব মেনন।
অনেকেরই হয়তো বিশ্বাস হবে না যে, একটি ছবি ১০০০ দিনেরও বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে রাজত্ব চালিয়েছে। তা-ও আবার একটি তামিল ছবি! তবে এই বিষয়টাকে অবশ্য তামিল ছবির জগতের বিশেষ এক গৌরবের অধ্যায় বলেই গণ্য করা হয়। কিন্তু কোথায় এই ছবিটির বিশেষত্ব? আর কেনই বা এত দিন ধরে প্রেক্ষাগৃহে চলল ছবিটি? সেটাই বিশদে আলোচনা করে নেওয়া যাক। ২০১০ সালে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘ভিন্নাইথান্ডি ভরুভায়া’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিম্বু এবং তৃষা। আর ছবির পরিচালক হলেন গৌতম বাসুদেব মেনন।
advertisement
2/6
এই ছবিটি প্রযোজনা করেছেন এলরেড কুমার এবং মদন। সঙ্গীত পরিচালনা করেছিলেন এআর রহমান। ছবিটিতে অভিনয় করেছেন বিদিভি গণেশ, বাবু অ্যান্টনি, বিজয় বাবু, লক্ষ্মী রামকৃষ্ণণের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবিটি এনেছিল রেড জায়ান্ট মুভিজ। আর দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ছবির গান। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি। যা অচিরেই ভক্তদের ভালবাসা কুড়িয়ে নিয়েছিল।
এই ছবিটি প্রযোজনা করেছেন এলরেড কুমার এবং মদন। সঙ্গীত পরিচালনা করেছিলেন এআর রহমান। ছবিটিতে অভিনয় করেছেন বিদিভি গণেশ, বাবু অ্যান্টনি, বিজয় বাবু, লক্ষ্মী রামকৃষ্ণণের মতো অভিনেতা-অভিনেত্রীরা। এই ছবিটি এনেছিল রেড জায়ান্ট মুভিজ। আর দারুণ জনপ্রিয়তা পেয়েছিল ছবির গান। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি। যা অচিরেই ভক্তদের ভালবাসা কুড়িয়ে নিয়েছিল।
advertisement
3/6
আসলে ছবির মূল উপজীব্য ছিল বয়সে বড় একজন মহিলার সঙ্গে প্রেম আর সেই সংক্রান্ত নানা সমস্যা। তবে ছবির অপ্রত্যাশিত ক্লাইম্যাক্স দর্শকদের যেন আরও বেশি করে আকর্ষণ করেছে। এই ছবিটিতে অসাধারণ এবং অতুলনীয় ভাবে অকৃত্রিম প্রেমের গভীরতা ও সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এমনকী আজও দর্শকদের কাছে এটি ক্লাসিক হিসেবেই রয়ে গিয়েছে। ফলে বক্স অফিসে দুর্ধর্ষ সাফল্যও এসেছিল।
আসলে ছবির মূল উপজীব্য ছিল বয়সে বড় একজন মহিলার সঙ্গে প্রেম আর সেই সংক্রান্ত নানা সমস্যা। তবে ছবির অপ্রত্যাশিত ক্লাইম্যাক্স দর্শকদের যেন আরও বেশি করে আকর্ষণ করেছে। এই ছবিটিতে অসাধারণ এবং অতুলনীয় ভাবে অকৃত্রিম প্রেমের গভীরতা ও সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এমনকী আজও দর্শকদের কাছে এটি ক্লাসিক হিসেবেই রয়ে গিয়েছে। ফলে বক্স অফিসে দুর্ধর্ষ সাফল্যও এসেছিল।
advertisement
4/6
আর সিম্বুর কেরিয়ারের অত্যন্ত স্মরণীয় ছবি হিসেবে রয়ে গিয়েছে এটি। আর প্রত্যেক বছরই ভ্যালেন্টাইন্স ডে-র সময় একাধিক প্রেক্ষাগৃহে এই ছবির রি-রিলিজ হয়। প্রায় চার বছর আগে চেন্নাইয়ের পিভিআর থিয়েটারে এই ছবিটির রি-রিলিজ হয়েছিল। এখনও পর্যন্ত ১৩০০ দিন দাপটের সঙ্গে রাজত্ব করার রেকর্ড রয়েছে এই তামিল ছবিটির। আর এটাই হল প্রথম কোনও ভারতীয় ছবি, যা বারবার রি-রিলিজের ইতিহাসে রীতিমতো রেকর্ড গড়েছে। আসলে বিশেষ বিষয়টি হল যে, রি-রিলিজের পর থেকে প্রত্যেক দিন শোয়ের আকারে নিয়মিত ভাবে দেখানো হয়েছে ছবিটি।
আর সিম্বুর কেরিয়ারের অত্যন্ত স্মরণীয় ছবি হিসেবে রয়ে গিয়েছে এটি। আর প্রত্যেক বছরই ভ্যালেন্টাইন্স ডে-র সময় একাধিক প্রেক্ষাগৃহে এই ছবির রি-রিলিজ হয়। প্রায় চার বছর আগে চেন্নাইয়ের পিভিআর থিয়েটারে এই ছবিটির রি-রিলিজ হয়েছিল। এখনও পর্যন্ত ১৩০০ দিন দাপটের সঙ্গে রাজত্ব করার রেকর্ড রয়েছে এই তামিল ছবিটির। আর এটাই হল প্রথম কোনও ভারতীয় ছবি, যা বারবার রি-রিলিজের ইতিহাসে রীতিমতো রেকর্ড গড়েছে। আসলে বিশেষ বিষয়টি হল যে, রি-রিলিজের পর থেকে প্রত্যেক দিন শোয়ের আকারে নিয়মিত ভাবে দেখানো হয়েছে ছবিটি।
advertisement
5/6
পনেরো বছর পরেও ভক্তদের ভালবাসা কুড়িয়ে নিচ্ছে ছবিটি। যা সকলকেই অবাক করে। ১০০০ দিনেরও বেশি সময় ধরে চলা তামিল ছবিটি এখনও ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। শুধু তা-ই নয়, সিম্বু এবং তৃষার কেরিয়ারে সাফল্যও এনে দিয়েছে এটি। তবে ভক্তরা এখন ছবির পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করে রয়েছেন। 
পনেরো বছর পরেও ভক্তদের ভালবাসা কুড়িয়ে নিচ্ছে ছবিটি। যা সকলকেই অবাক করে। ১০০০ দিনেরও বেশি সময় ধরে চলা তামিল ছবিটি এখনও ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। শুধু তা-ই নয়, সিম্বু এবং তৃষার কেরিয়ারে সাফল্যও এনে দিয়েছে এটি। তবে ভক্তরা এখন ছবির পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করে রয়েছেন।
advertisement
6/6
বক্স অফিস সংগ্রহের কথা বলতে গেলে ‘ভিন্নাইথান্ডি ভরুভায়া’ ছবিটির সূচনা ছিল দুর্ধর্ষ। চেন্নাইয়েই শুধু প্রথম তিন দিনে ছবিটির আয় হয়েছিল ৯৭ লক্ষ টাকার কাছাকাছি। মোট ৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল ছবিটি। ফলে তা ব্লকবাস্টার হয়ে গিয়েছিল। আর IMDb-তে এর রেটিং ৮.১।
বক্স অফিস সংগ্রহের কথা বলতে গেলে ‘ভিন্নাইথান্ডি ভরুভায়া’ ছবিটির সূচনা ছিল দুর্ধর্ষ। চেন্নাইয়েই শুধু প্রথম তিন দিনে ছবিটির আয় হয়েছিল ৯৭ লক্ষ টাকার কাছাকাছি। মোট ৫০ কোটি টাকা সংগ্রহ করেছিল ছবিটি। ফলে তা ব্লকবাস্টার হয়ে গিয়েছিল। আর IMDb-তে এর রেটিং ৮.১।
advertisement
advertisement
advertisement