TRENDING:

ম্যাচ হল না, চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গেল? আইপিএলে আবার গড়াপেটা? এক ছবিতে তোলপাড়

Last Updated:

Ipl 2023: কে আইপিএল চ্যাম্পিয়ন, আগেই জানিয়ে দিল নরেন্দ্র মোদি স্টেডিয়াম! বিরাট ভুল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: আইপিএল ২০২৩-র আজই শেষ দিন হতে পারত। কিন্তু বৃষ্টি সেটা হতে দিল না।
advertisement

প্রায় দুমাস আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে এই মরসুমের সূচনা করেছিল।

রবিবার মরসুমের শেষ ম্যাচে আইপিএল ট্রফি দখলের জন্য আবার সেই দুই দল একই ভেন্যুতে একে অপরের বিরুদ্ধে লড়ত। তবে বাধ সাধল বৃষ্টি। চেন্নাইয়ের এটি ১০ নম্বর ফাইনাল। রেকর্ড পাঁচবার  শিরোপা অর্জনের লক্ষ্যে নামত তারা।

advertisement

আরও পড়ুন- আইপিএল ফাইনালে কি রয়েছে রিজার্ভ ডে, রবিবার খেলা না হলে কী হবে, হল বড় ঘোষণা

আহমেদাবাদে ফাইনাল শুরুর আগে অবশ্য একটা ছবি বড় প্রশ্ন তুলে দিল। ভেন্যুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে দাবি করেছে, আইপিএল ২০২৩ ফাইনালে গড়াপেটা হয়েছে।

আসলে ফাইনালের স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনের একটি ছবি ভাইরাল হয়েছে। সেই জায়ান্ট স্ক্রিনে লেখা- “রানার আপ চেন্নাই সুপার কিংস”।

advertisement

সম্ভবত আইপিএল ফাইনালের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্ক্রিন টেস্টিং হচ্ছিল। তাই সম্ভবত এমন লেখা উঠেছিল। আর ঠিক সেই সময় কেউ বা কারা ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়।

চলতি মরসুমে এই নিয়ে তৃতীয়বার গুজরাটের মুখোমুখি হবে চেন্নাই। গত শুক্রবার কোয়ালিফায়ার ২-তে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬২ রানের জয় পেয়েছিল পান্ডিয়ার গুজরাত।

advertisement

আরও পড়ুন- আইপিএল ফাইনালের ‘শত্রু’ বৃষ্টি, আহমেদাবাদে পিছিয়ে গেল টস,খেলা না হলে জিতবে কে

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

এই মরসুমে গুজরাত তাদের আটটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে। কিন্তু শেষবার তারা পরাজিত হয়েছিল ২ মে দিল্লি ক্যাপিটালসের কাছে। তারপর থেকে তারা পরপর তিনটি ম্যাচ জিতেছে।

বাংলা খবর/ খবর/খেলা/
ম্যাচ হল না, চ্যাম্পিয়ন ঘোষণা হয়ে গেল? আইপিএলে আবার গড়াপেটা? এক ছবিতে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল