যার হাত ধরে মুম্বইয়ের ময়দান দাপিয়ে বেড়াতেন ছোট্ট ছেলেটা, সেই ছেলে আজ দেশের অধিনায়ক। গর্ব হওয়াটাই স্বাভাবিক ছেলেবেলার কোচ দীনেশ লাডের। কান্দিভেলি থেকে দীনেশ বলেন, রোহিত পরীক্ষিত অধিনায়ক। আইপিএল-এ পাঁচটা ট্রফি রয়েছে। ভারতকে নিদাহাস ট্রফি জিতিয়েছে। ও দলকে নিয়ে এগোতে জানে। অনুপ্রেরণা দিতে জানে। অধিনায়ক হওয়ার পর ছোটবেলার কোচের সঙ্গে ফোনে কথা না হলেও তাঁকে মেসেজ করেছিলেন রোহিত।
advertisement
গুরুর আশীর্বাদ চেয়েছেন সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক। অধিনায়কত্ব কি বাড়তি চাপ ফেলতে পারে রোহিতের উপর? দীনেশ বলেন, অধিনায়ক হওয়ার পর রোহিত বেশি ভাল খেলে। দায়িত্ব নিয়ে কীভাবে খেলতে হয় সেটা ও জানে। ছোটবেলায় স্কুল ক্রিকেটে ওকে যখন অধিনায়ক করতাম, তখন দেখেছি ও কীভাবে নিজেকে মেলে ধরেছে। বারবার নিজেকে প্রমাণ করেছে ও। সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক রাখার জন্যই সরিয়ে দেওয়া হয়েছে
বিরাট কোহলিরকে। এমনটাই জানিয়েছেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। সেটাই কি এক মাত্র কারণ? দীনেশ বলেন, এটা বোর্ডের সিদ্ধান্ত। আমার পক্ষে এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে বিরাট ভাল কাজ করেছে। দলকে এগিয়ে নিয়ে গিয়েছে। ভারতীয় দলের খুব গুরুত্বপূর্ণ অংশ ও। দারুণ খুশি যে আমার ছাত্র ভারতীয় দলের অধিনায়ক। আমার জন্য খুব গর্বের মুহূর্ত।
আমার বিশ্বাস রোহিত ভাল ভাবেই দলকে নেতৃত্ব দেবে। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রোহিতের ভারত ৩-০ জিতে সেই ইঙ্গিত দিয়ে রেখেছে। কোচ রাহুল দ্রাবিড় দলে সিনিয়র ক্রিকেটারদের মধ্যেই বিভাজন তৈরি হতে দেবেন না নিশ্চিত দীনেশ লাড। প্রয়োজনে কোহলির থেকেও পরামর্শ নিতে দ্বিধা করবে না রোহিত বলছেন ছোটবেলার কোচ। দুই মহাতারকার ইগোর লড়াই ক্ষতি করবে না ভারতীয় ক্রিকেটের আশাবাদী দীনেশ লাড।