TRENDING:

শিবাজি পার্কে প্র্যাকটিসের সময়ে নিজের ল্যাম্বরগিনি ভেঙে ফেললেন রোহিত শর্মা ! ভিডিও এখন ভাইরাল

Last Updated:

Rohit Sharma Smashes His Own Lamborghini: একজন সোশ্যাল মিডিয়া ইউজার দাবি করেছেন যে রোহিত সেই সময়েই নিজের ল্যাম্বরগিনি ভেঙেছেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: গাড়ির ক্ষতি হওয়া সব সময়েই তার মালিকদের জন্য একটা বিরক্তিকর বিষয়। একে তো গাড়িটা চোট খায়, দেখতে আর আগের মতো ঝকঝকে থাকে না ! তার সঙ্গে জুড়ে থাকে গাড়ির ইনস্যুরেন্স ইত্যাদি আরও ব্যাপার। এবার সেই গাড়ি যদি দামি হয়, তাহলে তো আর কথাই নেই! বিলাসবহুল একটা গাড়ির দাম যেমন বেশি হয়, তার রক্ষণাবেক্ষণ এবং মেরামতির খরচও হয় সেই রকমই আকাশছোঁয়া। তবে, যাঁরা তেমন দামের গাড়ি কেনার ক্ষমতা ধরেন, তাঁদের বিষয়টা বোধহয় গায়ে লাগার কথা নয়। তবে, রোহিত শর্মা গাড়িপ্রেমী, নিজের হাতে নিজের গাড়ির ক্ষতি করায় আর কিছু না হোক, খারাপ তো লাগবেই !
শিবাজি পার্কে প্রশিক্ষণের সময়ে নিজের ল্যাম্বরগিনি ভেঙে ফেললেন রোহিত শর্মা ! (Photo: X)
শিবাজি পার্কে প্রশিক্ষণের সময়ে নিজের ল্যাম্বরগিনি ভেঙে ফেললেন রোহিত শর্মা ! (Photo: X)
advertisement

আরও পড়ুন– বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন

আসলে, শুক্রবার শিবাজি পার্কে রোহিত শর্মা তাঁর প্রাক্তন মুম্বই সতীর্থ অভিষেক নায়ারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা অনুশীলন করেছিলেন আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য। সোশ্যাল মিডিয়া পোস্ট অনুসারে, প্রাক্তন ভারতীয় অধিনায়ককে দেখার জন্য অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন। রোহিত তাঁর অসাধারণ পুল এবং কাট শট দেখিয়েছিলেন। শিবাজি পার্কে অনুশীলনের সময় তাঁকে আক্রমণাত্মক ইনসাইড-আউট ড্রাইভও করতে দেখা গিয়েছে। রোহিত এখানেই থেমে থাকেননি; তিনি স্পিনারদের বিরুদ্ধেও অনুশীলন করেছিলেন এবং সুইপ মারার উপরেও মনোযোগ দিয়েছিলেন।

advertisement

একজন সোশ্যাল মিডিয়া ইউজার দাবি করেছেন যে রোহিত সেই সময়েই নিজের ল্যাম্বরগিনি ভেঙেছেন!

advertisement

আরও পড়ুন– ৮০ হাজার টাকা নিয়ে জব্বলপুর ছেড়েছিলেন, এখন বুর্জ খলিফায় থাকেন ! ৫টি রোলস-রয়েসের মালিক সতীশ সানপালের উত্থান বিস্ময় জাগাবে

একদিকে যেমন গাড়ি ভাঙা উঠে এসেছে আলোচনায়, তেমনই তিনি একটি নতুন গাড়ি কিনেছেন, সেটি একটি টেসলা মডেল ওয়াই। বৈদ্যুতিক গাড়ির প্রতি উন্মাদনা এখন অনেক ভারতীয়র মতো রোহিত শর্মার মধ্যেও ছড়িয়ে পড়েছে। টেসলা গাড়ি বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি টেসলা মডেল ওয়াই কিনেছিলেন এবং এর নম্বর প্লেটের ৩০১৫ এই ভারতীয় ক্রিকেট তারকার জন্য বিশেষ তাৎপর্য বহন করে।

advertisement

আসলে ৩০ ডিসেম্বর তাঁর মেয়ের জন্ম তারিখ এবং ১৫ নভেম্বর তাঁর ছেলের জন্ম তারিখ, নম্বর প্লেট এই দুইয়ের প্রতিনিধিত্ব করে। এটি বাদে রোহিত শর্মার বিলাসবহুল গাড়ির সংগ্রহ নিয়েও কয়েকটা শব্দ খরচ না করলে অন্যায় হবে। ভারতীয় ক্রিকেট দলের এই তারকা খেলোয়াড় ল্যাম্বরগিনি উরুস এসই, ল্যান্ড রোভার রেঞ্জ রোভার এইচএসই লং হুইলবেস, মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস, মার্সিডিজ-বেঞ্জ জিএলএস ৪০০ডি, বিএমডব্লিউ এম৫, স্কোডা অক্টাভিয়া এবং টয়োটা ফরচুনারের মতো গাড়ির মালিক।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজো বাজারে এবার নতুন চাপ! ফুল কিনতে গিয়ে নাকানিচোবানি না খেতে হয়
আরও দেখুন

খেলার মাঠে এখন রোহিত টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান-ডে সিরিজে বিরাট কোহলির পাশাপাশি তাঁকেও মাঠে দেখা যাবে।

বাংলা খবর/ খবর/খেলা/
শিবাজি পার্কে প্র্যাকটিসের সময়ে নিজের ল্যাম্বরগিনি ভেঙে ফেললেন রোহিত শর্মা ! ভিডিও এখন ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল