নতুন বছরের গোড়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলবে ভারত, যা শুরু ৩ জানুয়ারি। সেই সিরিজে অধিনায়ক রোহিত শর্মার খেলার সম্ভাবনা বাড়ছে। চোট সারিয়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বই ক্রিকেট সংস্থার অ্যাকাডেমিতে ব্যাটিং শুরু করেছেন তিনি।
আরও পড়ুন - বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে নতুন সমস্যা! কী হবে সাকিব লিটনদের ?
advertisement
মুম্বই রনজি দলের নেটেও ব্যাট হাতে ঘাম ঝরিয়েছেন হিটম্যান। তারপর মুম্বইয়ের ড্রেসিংরুমেও সময় কাটান রোহিত, যা ভক্তদের আশায় রাখছে। চেতন শর্মার নেতৃত্বে বিদায়ী নির্বাচকমণ্ডলীই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজের জন্য দল বেছে নেবে। শোনা যাচ্ছে, ক্রমাগত ব্যর্থ লোকেশ রাহুলকে সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে বাদ দেওয়া হচ্ছে। শেষ ১৬ টি-২০ ইনিংসে ছয়বার পঞ্চাশ পূর্ণ করেছিলেন তিনি।
বাকি ১০টার মধ্যে সাতবার দশের গণ্ডি টপকাতে পারেননি। ফলে লোকেশকে বাদ দিয়েই টি-২০ ফরম্যাটে দল সাজানোর কথা ভাবছেন নির্বাচকরা। সেক্ষেত্রে ওপেনিংয়ে সুযোগ পেতে পারেন শুভমন গিল। পৃথ্বী সাউয়ের নামও আলোচনায় উঠবে। রোহিত অবশ্য সম্পূর্ণ ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন।