রোহিত সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন মার্চ মাসে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে, যেখানে তার দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এরপর দীর্ঘ বিরতিতে থাকলেও তিনি এখন আবার জাতীয় দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এই লক্ষ্যে তিনি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে প্রাক-মরশুম ফিটনেস টেস্টে অংশ নেন, যেখানে Yo-Yo টেস্ট ও DXA স্ক্যান সহ সব পরীক্ষায় উত্তীর্ণ হন।
advertisement
ভারতীয় দলের পরবর্তী বড় সিরিজ অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ। ধারণা করা হচ্ছে, রোহিত এই সিরিজেই মাঠে ফিরবেন। তবে কিছুদিন আগে কানপুরে ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের অনানুষ্ঠানিক সিরিজে অংশ নেওয়ার জল্পনা উঠলেও, তাকে বা বিরাট কোহলিকে ওই সিরিজের দলে রাখা হয়নি।
আরও পড়ুনঃ Kuldeep Yadav: তার ভেলকিতে নাকানিচোবানি খেয়েছে বাংলাদেশ! জোড়া বিশ্বরেকর্ড কুলদীপ যাদবের
অন্যদিকে, তরুণ ব্যাটার অভিষেক শর্মা জাতীয় নির্বাচকদের নজর কেড়েছেন। চলমান এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে থাকা এই ওপেনার এখন পর্যন্ত ৫ ইনিংসে ২৪৮ রান করেছেন, যার স্ট্রাইক রেট ২০৬.৬৭ এবং গড় ৪৯.৬০। ধারণা করা হচ্ছে, তাকে প্রথমবারের মতো ওডিআই দলে সুযোগ দেওয়া হতে পারে। সব মিলিয়ে রোহিত শর্মার ফিটনেস ও অভিষেক শর্মার উত্থান ঘিরে ভারতীয় ক্রিকেটে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। অক্টোবরের সিরিজে রোহিতের ফর্ম এবং তরুণদের পারফরম্যান্সই ঠিক করে দেবে ভারতের ওপেনিং ভবিষ্যত।