TRENDING:

টোটোয় চেপে ঘুরছেন রজার ফেডেরার! কেউ চিনল না! ভিডিও ভাইরাল হয়ে গেল নিমেষে

Last Updated:

Roger Federer in Tuk Tuk: থাইল্যান্ডে আপাতত ছুটির মেজাজে রয়েছেন রাফা। বহুদিন পর আবার তাঁকে দেখা গেল। অবসরের পর একপ্রকার গা ঢাকা দিয়েছিলেন। য়তো কিছুদিন আড়ালে আবডালে থাকতে চেয়েছিলেন! সেটাই করেছেন। তবে এবার এক মজার মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ ছাড়তে পারলেন না। টুকটুকে চাপলেন রজার ফেডেরার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: লেভার কাপে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের বিরুদ্ধে জীবনের শেষ ম্যাচ। তার পরই অসাধারণ ফেয়ারওয়েল। রজার ফেডেরার জানিয়ে দিলেন, এখানেই শেষ। তিনি আর টেনিস খেলবেন না।
advertisement

কোটি কোটি অনুগামী হৃদয় ভেঙেছিল সেদিন। রাফা-র বিদায় এখনও যেমন মেনে নিচে পারেন না অনেকেই! তাঁর ক্লাসিক্যাল টেনিস দেখার জন্য এখনও ছটফট করেন বহু মানুষ। কিন্তু রজার ফেডেরার এখন প্রিয় কোর্ট থেকে অনেক দূরে।

অবসরের সময় জানিয়েছিলেন, গোটা জীবন তিনি টেনিসকে উৎসর্গ করেছেন। এবার পরিবারকে সময় দেওয়ার পালা। অবসরের পর প্রতিটা ঘণ্টা, প্রতিটা মিনিট তোলা থাকবে পরিবারের জন্য। সেই কথায় মিথ্যে ছিল না। রজার এখন পরিবারকে ছাড়া এক মিনিট থাকেন না।

advertisement

আরও পড়ুন- সাপ ডুবিয়ে তৈরি হয় এই ‘মদ’! গোটা বোতল শেষ করলে সর্বনাশ, খুব জনপ্রিয় পানীয়

থাইল্যান্ডে আপাতত ছুটির মেজাজে রয়েছেন রাফা। বহুদিন পর আবার তাঁকে দেখা গেল। অবসরের পর একপ্রকার গা ঢাকা দিয়েছিলেন। হয়তো কিছুদিন আড়ালে আবডালে থাকতে চেয়েছিলেন! সেটাই করেছেন। তবে এবার এক মজার মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ ছাড়তে পারলেন না।

advertisement

মা-বাবাকে নিয়ে থাইল্যান্ডে টুক টুক রাইড উপভোগ করলেন রাফা। টুক টুক, যা আমাদের দেশের বহু জায়গায় টোটো নামে পরিচিত। তবে শ্রীলঙ্কা, থাইল্যান্ডের মতো দেশে সেটি টুক টুক। সেই টুক টুকে চেপে ঘুরে বেড়াচ্ছেন রজার ফেডেরার।

আরও পড়ুন- ‘বাংলার রাজপুত্র, তুমি সব অ্যাঙ্গেল থেকে হ্যান্ডসাম’, সৌরভের প্রশংসায় ‘সুন্দরী’

রাফার সেই ভিডিওতে আবার কমেন্ট করে বসলেন দীপিকা পাড়ুকোন। লিখলেন- আমার প্রিয় আঙ্কেল রবার্ট। অর্থাৎ রাফার বাবাকে বহুদিন বাদে দেখে উচ্ছ্বসিত হলেন বলিউড অভিনেত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
টোটোয় চেপে ঘুরছেন রজার ফেডেরার! কেউ চিনল না! ভিডিও ভাইরাল হয়ে গেল নিমেষে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল