বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম মূল্যবান প্লেয়ার ঋষভ পন্থ।টেস্ট হোক কিংবা ছোটো ফরম্যাটের খেলা হোক সবেতেই পন্থের ভূমিকা উল্লেখযোগ্য।কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে দ্রুততম অর্ধ শতরানের রেকর্ড ও গড়েন তিনি। দিল্লির গলি ক্রিকেট থেকে বর্তমানে বিশ্বের অন্যতম নিপুন উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে ওঠার সফরে বিরাট বড় ভূমিকা ছিল তার বাবা এবং তার কোচের।
advertisement
তার অগ্রগতি, তার প্রশিক্ষণ এবং বড় ক্রিকেটার হওয়ার রাস্তায় অনেক অবদান ছিল এই দুজন মানুষের। শুধু ক্রিকেটীয় শিক্ষাই নয়, মানুষ হয়ে উঠতে পথ দেখিয়েছিলেন তারা। এই দুজন মানুষ এই প্রয়াত হয়েছেন যখন পন্থ জার্সি গায়ে মাঠে ছিলেন। রুরকিতে ২০১৭ সালে ঋষভ পন্থ-এর বাবা রাজেন্দ্র পন্থ ঘুমের মধ্যে মারা যান, তখন পন্থ তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস, অধুনা দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলতেন।
বাবার শেষকৃত্য সম্পন্ন করতে তিনি রুরকি ফেরেন এবং কাজ শেষ করেই আবার দলে ফেরেন আইপিএল খেলতে। তার প্রথম কোচ তারক সিনহা বহুদিন ধরে ফুসফুসে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন। ২০২১ এর নভেম্বরে ভারতের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার সময়ে তার প্রয়াত হওয়ার খবর পান পন্থ।
সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় পন্থ তাদের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে যান এবং জানান আজকে তিনি যে জায়গায় আসেন তার জন্য এদের অনেক বড় অবদান। কথা বলার সময় চোখ ভিজে গিয়েছিল ঋষভের।