এই ইনিংসের সুবাদে চলতি সিরিজে তার মোট রান দাঁড়ায় ৪৭৯, যা ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট সিরিজে কোনও উইকেটকিপার-ব্যাটারের সর্বোচ্চ রান। ১৮৮৪ সালে ইংল্যান্ডে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হওয়ার পর থেকে গত ১৪১ বছরে এই কীর্তি গড়তে পারেনি বিশ্বের অন্য কোনও উইকেটকিপার ব্যাটার। এর আগে এই রেকর্ড ছিল ইংলিশ ব্যাটার অ্যালেক স্টুয়ার্টের দখলে, যিনি ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে করেছিলেন ৪৬৪ রান।
advertisement
পন্থ আরও ভেঙেছেন ভারতের হয়ে এক সিরিজে উইকেটকিপার-ব্যাটারদের সর্বাধিক হাফ সেঞ্চুরির ইনিংস খেলার রেকর্ড। এ পর্যন্ত তিনি পাঁচবার ৫০-এর বেশি রান করেছেন, যা ছাড়িয়ে গেছে ধোনি ও ফারুখ ইঞ্জিনিয়ারের ৪টি করে ৫০+ ইনিংসের রেকর্ড। শুধু তাই নয়, ইংল্যান্ডের মাটিতে টেস্টে এখন পন্থের ৯টি ৫০+ ইনিংস রয়েছে, যা ধোনির ৮টি ইনিংসকেও টপকে গেছে।
আরও পড়ুনঃ East Bengal: ডার্বিতে ফ্রি-কিকে জোড়া গোল, মেসির ঝলক দেখেছিলেন ইস্টবেঙ্গল ফ্যানেরা! এখন কোথায় ডু ডং?
এছাড়াও, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে পন্থ এখন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩৮ ম্যাচে তার মোট রান ২৭৩১, যা রোহিত শর্মার ২৭১৬ রানকেও ছাড়িয়ে গেছে। আর সর্বশেষ ইনিংসে দুটি ছক্কা হাঁকিয়ে পন্ত টেস্টে তার ছক্কার সংখ্যা ৯০-এ নিয়ে গেছেন, যা তাকে ভারতের হয়ে টেস্টে সর্বাধিক ছক্কার রেকর্ডে বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে একই আসনে রয়েছেন।