advertisement
এরপরেই এই পোস্ট শেয়ার করেন কিং কোহলি।
একইভাবে শেয়ার করতে দেখা যায় কোহলি পত্নী অনুস্কাকেও।
প্রসঙ্গত, আরসিবি টিমের তরফে জানানো হয়েছিল, শহরে দল আসার পর বাস প্যারেড হবে। এরপর আরসিবির হোমগ্রাউন্ড অর্থাৎ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি বিজয় উৎসবও হবে। কিন্তু পুলিশের তরফে প্যারেডের কথা উল্লেখ করা হয়নি। ফলে, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে চূড়ান্ত অব্যবস্থা দেখা দেয়। এখনও অবধি যা খবর, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। ৫০-এর বেশি সমর্থক আহত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা এই দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআইকে বলেন, ‘এমন দুর্ঘটনা যে কোনও রাজ্যেই ঘটতে পারত। কাউকে দোষারোপ করা বা এর মধ্যে রাজনীতি আনা ঠিক নয়। বিশাল জনতা ছিল। আরসিবি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা হয়েছে। ওরাও প্রত্যাশা করেনি, এতটা ভিড় হতে পারে। হঠাৎই এই ঘটনা ঘটেছে।”
