১৪ বছর হয়ে গেল। আজ পর্যন্ত আইপিএল জিততে পারেনি বিরাট কোহলির বেঙ্গালুরু। ফাইনাল খেলেছে বটে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারিনি। এত তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও কেন এমন হবে প্রশ্ন করতেই পারেন সমর্থকরা। প্রত্যেকবার দলের শক্তি দেখে মনে হয় এবার বুঝি চ্যাম্পিয়ন হবে ব্যাঙ্গালুরু। কিন্তু নকআউটে গিয়ে তাদের জারি জুরি শেষ।
চোকারস হিসেবেই তাদের ধরা হয়। এবার বোঝার সময় এসেছে ম্যানেজমেন্টকে নতুন করে চিন্তা করার। গত পাঁচ বছর ধরে দলের সঙ্গে যুক্ত আছেন সঞ্জয় বঙ্গর এবং নিউজিল্যান্ডের কোচ মাইক হেশন। গতবার এরা খুব খারাপ সিদ্ধান্ত নিয়েছিলেন যজুবেন্দ্র চাহাল এবং দেবদত্ত পরিকালকে ছেড়ে দিয়ে। তাই এবার চেষ্টা করা হচ্ছে যাতে ম্যানেজমেন্টে কিছু পরিবর্তন আনা যায়।
তবে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। যদিও শেষবার তিনি অধিনায়ক ছিলেন না, তবুও আরসিবি দলের শেষ কথা কোহলি। বিরাট জানেন তার ফ্র্যাঞ্চাইজি আইপিএল চ্যাম্পিয়ন হোক এরকমটা চান তার সমর্থকরা। বারবার কাছে গিয়ে ফিরে এসেছেন। তবে রবি শাস্ত্রি কোচ হলে বিরাটের আপত্তি না থাকারই কথা। কিন্তু শাস্ত্রী নিজে রাজি হবেন কিনা সেটাই দেখার।