১. লিয়াম লিভিংস্টোন: ইংল্যান্ডের এই ব্যাটিং অলরাউন্ডারকে আরসিবি ৮.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। কিন্তু তার পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় অনেক নিচে ছিল। ১০ ম্যাচে মাত্র ১১২ রান এবং বল হাতে মাত্র দুই উইকেট—এমন পরিসংখ্যান একজন বিদেশি তারকার মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গুজরাত টাইটান্সের বিপক্ষে ৫৪ রানের ইনিংস ছাড়া তিনি কোনো ম্যাচেই প্রভাব ফেলতে পারেননি। ফলে আরসিবি হয়তো তার জায়গায় নতুন কোনো অলরাউন্ডার খুঁজতে পারে।
advertisement
২. রাসিখ সালাম: জম্মু ও কাশ্মীরের এই তরুণ পেসারকে ৬ কোটি টাকায় দলে নেওয়া হলেও তার সুযোগ ছিল সীমিত। তিনি মাত্র দুটি ম্যাচ খেলেছেন, যেখানে প্রথমটিতে একটি উইকেট নিলেও পরের ম্যাচে ছিলেন উইকেটশূন্য। তরুণ হলেও ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হওয়ায় আরসিবি তাকে ছেড়ে দিতে পারে।
৩. যশ দয়াল: গত দুই মরশুমে যশ দয়াল ২৯ ম্যাচে ২৮ উইকেট নিলেও, মাঠের বাইরের বিতর্ক তার কেরিয়ারকে ঝুঁকির মুখে ফেলেছে। যৌন হয়রানির অভিযোগের পর আরসিবি তাকে ধরে রাখলে দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই ম্যানেজমেন্ট তাকে বিদায় জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪. লুঙ্গি এনগিডি: দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার ১ কোটি টাকায় দলে এসেছিলেন। দুই ম্যাচে চার উইকেট নিলেও নিয়মিত সুযোগ পাননি। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আরসিবিতে তার ভূমিকা ছিল সীমিত। তাই নিজের কেরিয়ার এগিয়ে নিতে এনগিডি নতুন দলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
৫. স্বপ্নিল সিং: ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডারকে ৫০ লাখ টাকায় দলে নিলেও তিনি একটিও ম্যাচ খেলতে পারেননি। বেঞ্চে বসেই পুরো মরশুম কাটানোয় তার ভবিষ্যৎও অনিশ্চিত। অভিজ্ঞ হলেও দল সম্ভবত তরুণ বিকল্পের দিকে ঝুঁকবে।
আরসিবির জন্য ২০২৬ মরশুম শুরু হবে নতুন প্রত্যাশা নিয়ে। দল চাইবে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয়ে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে এবং টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি জিততে।
