ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হবে তার। সঙ্গে দেওয়া হবে ডিমেরিট পয়েন্ট। আম্পায়ারকে জিজ্ঞেস না করে মলম লাগানোর জন্যই শাস্তি দেওয়া হল বলে জানিয়েছে আসিসি। জাডেজার আঙুলে মলম লাগানোর ছবি অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম পোস্ট করে লেখে, আকর্ষণীয়! অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। চর্চা হচ্ছে এই ঘটনা নিয়ে।
advertisement
জাডেজা এই শাস্তি মেনে নিয়েছেন। সেই কারণে এই ঘটনার আর কোনও তদন্ত হবে না। ম্যাচ রেফারি মেনে নিয়েছেন যে ব্যথা কমানোর জন্যই মলম লাগিয়েছিলেন জাডেজা। এর ফলে বল বিকৃত হয়নি। ভারতীয় দল ম্যাচ রেফারির কাছে ওই ঘটনার ভিডিয়ো জমা দিয়েছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে অস্ট্রেলিয়া দল কোনও অভিযোগ করেনি বলেই জানা গিয়েছে।
ম্যাচ রেফারি নিজে থেকেই ঘটনাটি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে ভারতীয় বোর্ড এই নিয়ে আর বাড়াবাড়ি করতে চায় না। অহেতুক সিরিজের মধ্যে ক্রিকেটারদের ফোকাস নষ্ট করতে রাজি নয় তারা।
