TRENDING:

IND vs SL, Ravindra Jadeja: পুষ্পা নাচেই শুধু নয়! রবীন্দ্র জাদেজা প্রমাণ করলেন কেন তিনি সত্যিই "ফায়ার"

Last Updated:

Ravindra Jadeja brilliant innings against Sri Lanka proves why he is top finisher says Sunil Gavaskar. জাদেজার ব্যাটিং ঝড়ে মুগ্ধ সুনীল গাভাসকার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১৮ বলে ৪৫ রানের মারকাটারি ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজা
১৮ বলে ৪৫ রানের মারকাটারি ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজা
advertisement

আরও পড়ুন - IND vs SL, 2nd T20 : শ্রেয়স আইয়ার এবং স্যার জাদেজার ব্যাটে লঙ্কা বধ করে ধরমশালায় অনন্য নজির ভারতের

কেন তাকে এত টাকা দিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। পুল শট, কভার ড্রাইভ, কাট শট, বিভিন্ন শট সহজে খেলতে দেখা গেল রবীন্দ্র জাদেজাকে। গত দুই বছরে ব্যাটসম্যান হিসেবে জাদেজা অনেক উন্নতি করেছেন তাতে সন্দেহ নেই। ১৮ বলে ৪৫ রানে অপরাজিত রইলেন জাদেজা। মারলেন ৭ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। তবে এদিন শ্রীলংকার ১৮৩ রান তাড়া করে ভারতের সহজ জয় স্বস্তি দেবে। শ্রেয়স আইয়ার তার ব্যক্তিগত টি টোয়েন্টি একদিনের ম্যাচে এদিন সর্বোচ্চ রান করলেন।

advertisement

আরও পড়ুন - SC East Bengal: নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর জন্য এবার বিশেষ পরিকল্পনা ছকা চলছে ইস্টবেঙ্গলে

জাদেজা যেমন উইকেটের দুই প্রান্তে শট খেললেন, তেমনই বোলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকালেন। বিদ্যুৎ গতিতে উইকেট এর মাঝখানে দৌড়লেন। ধারাভাষ্যকার সুনীল গাভাসকার বলে দিলেন এই জাদেজাকেই এতদিন মিস করেছে ভারত। তার দলে থাকা আর না থাকার মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়েছেন। ভেঙ্কটেশ আইয়ারকে ফিনিশার হিসেবে না পাঠিয়ে তার আগে রবীন্দ্র জাদেজার ওপর ভরসা রাখা টিম ম্যানেজমেন্টের সঠিক সিদ্ধান্ত বলছেন গাভাসকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিশেষ করে জোরে বোলারদের বিরুদ্ধে আগে লেগ সাইডে দুর্বলতা ছিল জাদেজার। সেটা কাটিয়ে উঠেছেন। শক্তি পাশাপাশি ব্যাটিংয়ে টাইমিং ব্যবহার করছেন নিখুঁতভাবে। আর বোলিং এবং ফিল্ডিং নিয়ে কথা বলা নিষ্প্রয়োজন। সব মিলিয়ে গাভাসকার মনে করেন কমপ্লিট প্যাকেজ হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটের পক্ষে এটা দারুন ব্যাপার।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SL, Ravindra Jadeja: পুষ্পা নাচেই শুধু নয়! রবীন্দ্র জাদেজা প্রমাণ করলেন কেন তিনি সত্যিই "ফায়ার"
Open in App
হোম
খবর
ফটো
লোকাল