TRENDING:

Ashwin overtakes Dale Steyn : ৪৪২ টেস্ট উইকেট ঝুলিতে! এবার ডেল স্টেইনকে পেছনে ফেললেন রবি অশ্বিন

Last Updated:

Ravichandran Ashwin overtakes South African legend Dale Steyn. কপিলের পর এবার ভাঙলেন ডেল স্টেইনের রেকর্ড! অনবদ্য অশ্বিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: ভারতের প্রাক্তন ক্রিকেট কোচ রবি শাস্ত্রী কোথায় আছেন? কয়েক মাস আগেই বলেছিলেন অশ্বিনকে তিনি অন্যতম সেরা স্পিনারদের তালিকায় রাখেন না। এগিয়ে রেখেছিলেন কুলদীপ যাদবকে। বিরাট কোহলি অধিনায়ক থাকার সময় কম অন্যায় হয়নি অশ্বিনের ওপর। বিদেশে নিয়ে গিয়ে একটিও টেস্ট ম্যাচে খেলানো হয়নি। রোহিত শর্মা অধিনায়ক হয়ে আসার পর থেকে অনেক খোলা মনে খেলতে পারছেন অশ্বিন। ফল পাওয়া যাচ্ছে হাতেনাতে।
বল হাতে অপ্রতিরোধ্য রবি অশ্বিন
বল হাতে অপ্রতিরোধ্য রবি অশ্বিন
advertisement

আরও পড়ুন - India beat Sri Lanka : ব্যর্থ করুনারত্নের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের তিন দিনে টেস্ট জয় ভারতের

মোহালিতে প্রথম টেস্টে কপিল দেবকে টপকে টেস্টে সর্বাধিক উইকেটের তালিকায় নবম স্থানে পৌঁছেছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সোমবার বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে ফের নজির গড়লেন তিনি। এবার টপকালেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেনকে। ৮৬ টেস্ট ম্যাচ খেলে এই নজির স্পর্শ করলেন তিনি। সোমবার শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে প্রথমে কুশল মেন্ডিসকে আউট করেন অশ্বিন।

advertisement

advertisement

তাঁর বলে ঋষভ পন্থের হাতে স্টাম্প আউট হন মেন্ডিস। সেই সঙ্গে স্টেনের নজির স্পর্শ করেন অশ্বিন। তার কিছুক্ষণ পরেই ধনঞ্জয় ডি সিলভাকে আউট করে অশ্বিন ভেঙে দেন স্টেনের রেকর্ড। শেষের দিকে আরও দুটি উইকেট নেন। বর্তমানে ৮৬ টেস্টে তাঁর উইকেটের সংখ্যা ৪৪২। এখন টেস্টে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় আটে রয়েছেন অশ্বিন।

advertisement

শীর্ষে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরণ। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন সদ্য প্রয়াত শেন ওয়ার্ন। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট তাঁর ঝুলিতে। তিনে জেমস অ্যান্ডারসন। ১৬৯ টেস্টে ৬৪০ উইকেট নিয়েছেন তিনি। তালিকায় চারে ও ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন অনিল কুম্বলে। ১৩২ টেস্টে ৬১৯ উইকেটের মালিক তিনি।

পাঁচে থাকা গ্লেন ম্যাকগ্রা ১২৪ টেস্টে ৫৬৩ উইকেট নিয়েছেন। ষষ্ঠ স্থানে থাকা স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ৫৩৭ উইকেট। খেলেছেন ১৫২ টেস্ট। অশ্বিনের ঠিক উপরেই রয়েছেন কোর্টনি ওয়ালস। ১৩২ টেস্টে ৫১৯ উইকেট তাঁর। একই সিরিজে কপিল ও স্টেনকে টপকালেও তালিকায় সাত নম্বরে উঠতে সময় লাগবে অশ্বিনের। কারণ ওয়ালসের রেকর্ড ভাঙতে ৮০টি উইকেট নিতে হবে তাঁকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তার জন্য বেশ কিছু টেস্ট খেলতে হবে তাঁকে। এর সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট নিয়ে শীর্ষস্থানে অশ্বিন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ৯৩ উইকেট নিয়ে। ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মা আবার মনে করিয়ে দিলেন রবি অশ্বিন তার কাছে কিংবদন্তি। এমন বোলার দলের সম্পদ।

বাংলা খবর/ খবর/খেলা/
Ashwin overtakes Dale Steyn : ৪৪২ টেস্ট উইকেট ঝুলিতে! এবার ডেল স্টেইনকে পেছনে ফেললেন রবি অশ্বিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল