India beat Sri Lanka : ব্যর্থ করুনারত্নের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের তিন দিনে টেস্ট জয় ভারতের

Last Updated:

India beat Sri Lanka by 238 runs as Karunaratne ton goes in vain at Pink Ball test. শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ হোয়াইটওয়াশ করে জয় ভারতের

পিঙ্ক বল টেস্টে তিনদিনের মধ্যেই লঙ্কা বধ ভারতের
পিঙ্ক বল টেস্টে তিনদিনের মধ্যেই লঙ্কা বধ ভারতের
ভারত জয়ী ২৩৮ রানে
#বেঙ্গালুরু: শ্রীলংকার বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল ভারত। পিঙ্ক বল টেস্টও একপেশে ম্যাচ দেখল ক্রিকেট ভক্তরা। শক্তিতে সেই শ্রীলঙ্কা দলের থেকে অনেক এগিয়ে ভারতীয়রা। ফলে যা হওয়ার তাই হল। টি টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ করা হল শ্রীলঙ্কাকে। ভারতীয় বোলারদের আগুনে ঝলসে গেল লঙ্কান লায়নরা। মোহালিতে প্রথম টেস্ট শেষ হয়েছিল তিন দিনের মাথায়। বেঙ্গালুরুর পিঙ্ক বল টেস্ট তিন দিনের বেশি গড়াবে না আগেই বোঝা গিয়েছিল।
advertisement
advertisement
যেটুকু সন্দেহ ছিল পিচ কেমন ব্যবহার করে তার ওপর। স্পিন সহায়ক উইকেটে রবীন্দ্র জাদেজা, অশ্বিনদের সফল হওয়া নিয়ে সন্দেহ ছিল না। কতক্ষণে জিতবে ভারত, এটাই বড় প্রশ্ন। তবে তৃতীয় দিন সকালে প্রথমদিকে লড়াই করার মানসিকতা দেখা যাচ্ছিল শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে। অধিনায়ক করুনারত্নে এবং কুশল মেন্ডিস বুদ্ধি করে ব্যাট করছিলেন। পোক্ত ডিফেন্স ভাঙতে পারছিলেন না ভারতীয় বোলাররা। অর্ধশতরান করে ফেললেন মেন্ডিস।
advertisement
কিন্তু এর পরেই স্টেপ আউট করে মারতে গিয়ে অশ্বিনের বলে স্টাম্প আউট হন। রবীন্দ্র জাদেজার বলে এক রান করে বোল্ড হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। মনে হয়েছিল ভরসা দেবেন ধনঞ্জয় ডি সিলভা। তিনিও ফিরে গেলেন চার রান করে অশ্বিনের বলে। ফরওয়ার্ড শর্ট লেগে দুরন্ত ক্যাচ ধরলেন হনুমা বিহারী। এর পরে এলেন ডিকওয়েলা। অন্যদিকে একাই লড়াই করেছিলেন অধিনায়ক করুনারত্নে। অর্ধশতরান করে ফেললেন।
advertisement
ধ্বংসস্তুপে দাঁড়িয়ে প্রতিরোধের চেষ্টা ছিল লঙ্কান অধিনায়কের। প্রথম সেশনে লঙ্কার যেরকম আত্মসমর্পণ আশা করা গিয়েছিল, সেটা সম্ভব হল না করুনারত্নের লড়াইয়ে। স্পিন এবং পেস দুটোই সামলালেন দক্ষতার সঙ্গে। তবে দ্বিতীয় সেশনে আর একটা উইকেট তুলে নিতে পারলে ভারত প্রবলভাবে ঝাঁপিয়ে পড়বে আজকেই খেলা শেষ করে দেওয়ার জন্য। বিশেষ করে সন্ধ্যার পর আলো জ্বলে উঠলে গোলাপি বলের নড়াচড়া অন্যরকম হয়ে যায়।
advertisement
ব্যাটসম্যানদের পক্ষে কাজটা চ্যালেঞ্জিং হয়। তাই সন্ধ্যার দু'ঘণ্টা আজ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারত মরিয়া চেষ্টা চালাবে আজকেই লঙ্কা বধ করে সিরিজ হোয়াইটওয়াশ করতে। কিছুতেই এই ম্যাচ চতুর্থ দিনে নিয়ে যেতে চায় না টিম ইন্ডিয়া।অক্ষরের বলে পন্থের হাতে ক্যাচ দিলেন ডিকওয়েলা। আবার অক্ষরের জাদু। অসলঙ্ককে ৫ রানে ফেরালেন তিনি।
দুরন্ত ইনিংস খেললেন করুণারত্নে। একাই শ্রীলঙ্কার কুম্ভ হয়ে দাঁড়ালেন তিনি। ১৬৬ বলে শতরান করলেন তিনি। মনে রাখার মত লড়াকু শতরান। তবে আলো জ্বলে ওঠার পর রোহিত বল করতে নিয়ে এলেন বুমরাহকে। বল সোজা সিমে পড়ে হালকা মুভ করে উইকেট নাড়িয়ে দিল। বোল্ড হলেন করুনারত্নে (১০৭)। এমবুলডেনিয়া আউট। অশ্বিনের বলে এলবিডব্লিউ হলেন। বাকি দুটো উইকেট তুলে নিলেন বুমরাহ এবং অশ্বিন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India beat Sri Lanka : ব্যর্থ করুনারত্নের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের তিন দিনে টেস্ট জয় ভারতের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement