আজ শুক্রবার রাঁচিতে জিততে পারলেই সিরিজ ভারতের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন যে ভারতীয় বোলিংএর অন্যতম সেরা বাজি সেটা প্রমানিত। আজও কিউই ব্যাটসম্যানদের চাপে ফেলার কাজ করবেন তিনি। অতীতে ইংল্যান্ড সফরে তাকে দলে রেখেও একটিও টেস্ট খেলানো হয়নি। অনেকে মনে করেন বিরাট কোহলি অধিনায়ক হিসেবে অন্যায় করেছিলেন অশ্বিনের মত অভিজ্ঞ স্পিনারকে না খেলিয়ে।
advertisement
নতুন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় পূর্ণ আস্থা রেখেছেন তামিলনাড়ুর স্পিনারের ওপর। সেই প্রতিদান ফিরিয়ে দিচ্ছেন অশ্বিন। বুঝিয়ে দিচ্ছেন নিজের গুরুত্ব। ক্যারম বল, স্টক বল, দুসরা, রং ওয়ান ব্যবহার করছেন বুদ্ধি করে। রাহুল দ্রাবিড় বরাবর মনে করেন অশ্বিন একজন দক্ষ ম্যাচ উইনার। যত খেলবেন, ততই ধারালো হবেন। শুধু এই টি টোয়েন্টি সিরিজ নয়, এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে অশ্বিনকে।
চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজে অসাধারণ বল করেছিলেন তিনি। পিচ থেকে একটু সাহায্য পেলে অশ্বিনকে সামলানো সমস্যা হতে পারে কিউইদের। এমনকি অধিনায়ক উইলিয়ামসন ফিরে এলেও। বিশেষ করে বাঁহাতি ব্যাটসম্যানদের কাছে তাঁকে সামলানো দুঃসাধ্য। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা অশ্বিনকে নিজের পছন্দমত ফিল্ডিং সাজাতে অনুমতি দিয়েছেন।
এটাই একজন বোলারকে উদ্বুদ্ধ করার পক্ষে যথেষ্ট। কলকাতায় রবিবার খেলতে নামার আগে আজই সিরিজের ফায়সালা করে দিতে চায় ভারত। সেই লক্ষ্যে তাদের অন্যতম সেরা অস্ত্রের নাম রবীচন্দ্রন অশ্বিন। বল করার পাশাপাশি ব্যাট হাতেও নিজে পরিশ্রম করছেন জানালেন অশ্বিন।