TRENDING:

বোলারদের ব্যবহার করতে দেওয়া হোক ফেস-মাস্ক, অশোক দিন্ডার ঘটনার পর সরব অশ্বিন- উনাডকাট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই :ফের ক্রিকেট মাঠে আঘাত ৷ মাথায় চোট ক্রিকেটার অশোক দিন্দার ৷ নেটে বল করতে গিয়ে বিপত্তি ৷ ১১ তারিখ বাংলা দলের অনুশীলনের সময় চোট পান তিনি ৷ ইডেন গার্ডেন্সে তখন চলছিল প্র্যাকটিশ ম্যাচ ৷ বিভিন্ন সময়ে ক্রিকেট মাঠে বিভিন্ন ঘটনা ঘটে , যাতে অনেক সময় ক্রিকেটারদের মৃত্যু পর্যন্ত হয়েছে ৷ এদিনও দিন্ডার ঘটনা ফের একবার উসকে দিয়েছে ক্রিকেটারদের নিরাপত্তার প্রশ্নটি ৷  বলটি মাথায় লাগার সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন নৈছনপুর এক্সপ্রেস ৷ তাঁর স্ক্যান রিপোর্ট খারাপ না এলেও চিকিৎসকরা বিশ্রামের প্রস্তাব দিয়েছেন ৷
advertisement

এই ঘটনার জেরেই ফের একবার সোশ্যাল মিডিয়ায় বোলারদের নিরাপত্তার জন্য ফেসমাস্ক ব্যবহারের সওয়াল করেছেন রবিচন্দ্রন অশ্বিন ৷ আসলে দিন্ডার ভিডিওটি দেখলেও ভয়ই লাগার কথা ৷

এরপর রবিচন্দ্রন অশ্বিনের টুইটে রীতিমতো বিরক্ত তিনি বলেছেন ,২০১১ থেকে তিনি এক কথা বলে আসছেন ৷ টি-টোয়েন্টির আগের জমানায় এটা কখনই হত না ৷ কিছু তো একটা নিশ্চয় বদলেছে ৷

advertisement

উনদকট এর আগেই লিখেছিলেন এইজন্য বোলারদের ফেস-মাস্ক ব্যবহার করার কথা বলেছেন তিনি ৷ আর এরই উত্তর দিতে গিয়ে নিজের মত প্রকাশ করেছেন অশ্বিন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

Photo Courtesy- Ravichandran Ashwin / Twitter Handle

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
বোলারদের ব্যবহার করতে দেওয়া হোক ফেস-মাস্ক, অশোক দিন্ডার ঘটনার পর সরব অশ্বিন- উনাডকাট