TRENDING:

Virat Kohli: কোহলিকে চাপ না দিলে এশিয়া এবং বিশ্বকাপ দুটোই জিততে পারে ভারত! মত শাস্ত্রীর

Last Updated:

রবি মনে করেন নামটা বিরাট কোহলি বলেই কোটি কোটি মানুষের ভরসা এবং প্রত্যাশা তার ওপর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিরাট কোহলিকে যেন অতিরিক্ত চাপ না দেওয়া হয়। তাহলে সুবিধা হবে ভারতেরই। বিরাট মানসিকভাবে সঠিক জায়গায় থাকলে এশিয়া এবং বিশ্বকাপে ভারতের চিন্তা কমবে। চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হবে ভারত। বিরাট কোহলি দীর্ঘদিন ধরে খেলছেন। নিজের ফিটনেস এত ভাল রাখার কারণেই তিনি এখনও একাই একটা ম্যাচের রঙ বদলে দিতে পারেন।
বিরাটকে নিয়ে বিরাট বয়ান শাস্ত্রীর
বিরাটকে নিয়ে বিরাট বয়ান শাস্ত্রীর
advertisement

বিশেষ করে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিরাটের রেকর্ড সব সময় ভাল। কিন্তু তার ওপর সব সময় প্রচন্ড প্রেসার থাকে। একটা পর্যায়ের পর এত বেশি চাপ নিতে পারেন না অনেকেই। অবশ্য রবি মনে করেন নামটা বিরাট কোহলি বলেই কোটি কোটি মানুষের ভরসা এবং প্রত্যাশা তার ওপর। ঘরের মাঠে ভারত বিশ্বকাপ জিতবে কিনা এর উত্তর দেবে সময়।

advertisement

কিন্তু যদি জিততে হয় তবে বিরাট কে দুর্দান্ত খেলতে হবে তাতে সন্দেহ নেই। যতই রহিত শর্মা, গিল, ঈশান এবং বাকিরা থাকুন বিরাট কোহলি পারফর্ম না করলে ভারত টুর্নামেন্ট জিততে পারবে না। তিনি এখনও দলের সেরা ব্যাটসম্যান। তাই বিরাটকে মানসিকভাবে সঠিক জায়গায় রাখা একান্তই কর্তব্য। বিরাট নিজেও জানেন দল তার ওপর কতটা নির্ভরশীল।

advertisement

তাই কোহলি নিজেকে তুলে ধরার জন্য মুখিয়ে থাকেন। তবে রবি শাস্ত্রী মনে করেন ভারতের মধ্যে বিশ্বকাপ জয়ের কোয়ালিটি আছে। কিন্তু নিজেদের দেশের মাটিতে খেলা বলেই ভারত জিতে যাবে এমন গ্যারান্টি নেই। বিশ্বকাপ সবচেয়ে কঠিন টুর্নামেন্ট। এটা এক্সপেরিমেন্ট করার জায়গা নয়। তবে বিসিসিআই এবং কোচ রাহুল এবং অধিনায়ক রোহিত নিশ্চয়ই সঠিক ভাবনা মাথায় নিয়ে বিশ্বকাপের নামবেন মেনে নিচ্ছেন রবি। তাছাড়া বুমরাহ কতটা ফিট থাকতে পারেন তার ওপরেও নির্ভর করছে অনেক কিছু।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: কোহলিকে চাপ না দিলে এশিয়া এবং বিশ্বকাপ দুটোই জিততে পারে ভারত! মত শাস্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল