সৌরভ গঙ্গোপাধ্যায় বিশ্বাস করেন রান করতে না পারলে সমালোচনা হবেই। তবে তার মনে হচ্ছে রাহুল একটা শেষ সুযোগ পাবেন ইনদওরে। অপেক্ষা করতে হবে গিলকে। এই টেস্ট ম্যাচে রাহুল ব্যর্থ হলে তার বাদ পড়া সময়ের অপেক্ষা। দ্য আইসিসি রিভিউ-এর সাম্প্রতিকতম পর্বে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রী দাবি করেছেন যে, বর্তমান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার এবার ইন্দোর টেস্টের জন্য রাহুলের পরিবর্তে শুভমন গিলকে একাদশে রাখা উচিত।
advertisement
আরও পড়ুন - মেয়েদের বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা বাংলার রিচার, গর্বিত শিলিগুড়ি
রবি শাস্ত্রী আরও বিশ্বাস করেন যে, শুভমন গিলের অন্তর্ভুক্তি দলের সংমিশ্রণ বা পরিকল্পনাকে প্রভাবিত করবে না। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্য রয়েছে ভারতের। ইতিমধ্যে চতুর্থ বারের মতো ট্রফিটি তারা ধরে রেখেছে। রাহুলের খারাপ পারফরম্যান্সের কারণেই তাঁকে সহ-অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে।
তবে শেষ দুই টেস্টের জন্য দলে রাখা হয়েছে কেএল-কে। এখন দেখার, ইন্দোরেও তাঁকে একাদশে রাখা হয়, নাকি সুযোগ দেওয়া হয় শুভমন গিলকে! রবি শাস্ত্রী অবশ্যই মনে করেন রাহুল বাদ পরলেও তার উচিত হবে ঘরোয়া ক্রিকেট খেলার। তাতেই ধীরে ধীরে ছন্দে ফিরে আসবেন।
রাহুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে তার কিছুটা বাইরে থাকা উচিত মনে করেন রবি। অন্যদিকে তরুণ ওপেনার এবং স্বপ্নের ছন্দে থাকা গিলকে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোখ বন্ধ করে নামিয়ে দেওয়া উচিত বলেছেন শাস্ত্রী।