তাঁকে ভারতীয় ক্রিকেটের প্লে বয় বলাই যায়। একের পর এক সুন্দরীর প্রেমিক ছিলেন তিনি। কখনও অমৃতা সিং, কখনও আবার নিমরত কউর, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।
advertisement
একটা সময় রবি শাস্ত্রী ও অমৃতা সিংকে পরস্পরের সঙ্গে অনেক জায়গায় দেখা যেত। শাস্ত্রীর খেলা থাকলে স্টেডিয়ামে আসতেন অমৃতা। আবার দুজনকে পার্টিতেও একসঙ্গে দেখা যেত।
শাস্ত্রীর ঘনিষ্ঠমহল বলে, রবি নাকি অমৃতার সঙ্গে সম্পর্কের ব্যাপারে সিরিয়াস ছিলেন। দুজন বিয়েও করতে চেয়েছিলেন। একটি ম্য়াগাজিনের কভার পেজে দেখা গিয়েছিল দুজনকে। মনে করা হয়, সেই ফটোশুটের মাধ্যমেই দুজন নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন।
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন ১৯৯০ সালে রিতু সিংকে বিয়ে করেন শাস্ত্রী। পরের বছরই অমৃতার বিয়ে হয় সঈফ আলি খানের সঙ্গে। বিয়ের পরও অবশ্য রবি শাস্ত্রীর নাম জড়িয়েছিল ডিম্পল কপাডিয়া ও নিরতম কউরের মতো বলিউড অভিনেত্রীদের সঙ্গে।