TRENDING:

Rashid Khan: আজ রশিদ খানের হাতেই শেষ হবে চেন্নাই এক্সপ্রেস! বড় ভবিষ্যৎবাণী বীরুর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: বীরেন্দ্র সেহওয়াগ মনে করেন আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাইয়ের উইকেটে পার্থক্য তৈরি করবেন রশিদ খান। বীরু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি চিরাচরিত ঘূর্ণি উইকেট করে চেন্নাই তাহলে সেটা তাদের জন্য বমেরাং হতে চলেছে। চেন্নাই এর হাতে থিকসানা, মঈন আলি, রবীন্দ্র জাদেজার মতো স্পিনার আছে ঠিক কথা। কিন্তু উল্টোদিকে রশিদ খান এবং নুর আহমেদ আছে গুজরাতের হাতে। এই দুই আফগান স্পিনার যদি পিচ থেকে সাহায্য পান তাহলে কপালে দুঃখ আছে চেন্নাই দলের।
নজর থাকবে রশিদ খানের দিকে
নজর থাকবে রশিদ খানের দিকে
advertisement

আরও পড়ুন – CSK vs GT: আজ ধোনির চেন্নাইকে হারাতে তৈরি গিলের ব্যাট! শুভমন চাইছেন ফাইনালের টিকিট

সেহওয়াগ মনে করেন রশিদ খান সব সময় বড় ম্যাচের বোলার এবং একার হাতে খেলা ঘুরিয়ে দিতে পারেন। কোয়ালিটির বিচার করলে আজকের ম্যাচে তিনি সবার থেকে এগিয়ে। শামির সঙ্গে এখনো পর্যন্ত এই আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি রশিদ। কেকেআরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। দুরন্ত ছন্দে আছেন আফগান তারকা। তাই নিজের অভিজ্ঞতা থেকে সেহওয়াগের মনে হচ্ছে রশিদ খানকে সামাল দিতে না পারলে নিজেদের ঘরের মাঠেই পরাজিত হবে চেন্নাই।

advertisement

রশিদের যোগ্যতা এবং অভিজ্ঞতা এতটাই বেশি তাকে কাউন্টার করার মতো খুব বেশি ব্যাটসম্যান নেই চেন্নাই দলে। আর উইকেট থেকে সামান্য সাহায্য পেলে রশিদ খানকে খেলা অসম্ভব হয়ে পড়ে। ঋতুরাজ এবং কনওয়ে যদি বড় পার্টনারশিপ তৈরি করতে না পারেন তাহলে চাপ বাড়বে হলুদ জার্সিধারীদের। শুধু লেগ স্পিনার নয়, ব্যাট হাতেও রশিদ খান ভয়ংকর হতে পারেন মনে করিয়ে দিয়েছেন বীরু।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরকম একজন ক্রিকেটার একটা দলের সম্পদ। আজ পর্যন্ত তিনবারের সাক্ষাৎকারে আইপিএলে চেন্নাই একবারও হারাতে পারেনি গুজরাতকে। আজও কী সেই ধারা অব্যাহত থাকবে নাকি প্রথমবার জিতবে চেন্নাই? উত্তর পাওয়া যাবে ম্যাচ শেষে।

বাংলা খবর/ খবর/খেলা/
Rashid Khan: আজ রশিদ খানের হাতেই শেষ হবে চেন্নাই এক্সপ্রেস! বড় ভবিষ্যৎবাণী বীরুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল