TRENDING:

সোনার মেডেল পাচ্ছেন মহসিন নকভি! এশিয়া কাপ নিয়ে পালানোর সম্মান দিচ্ছে পাকিস্তান?

Last Updated:

এশিয়া কাপে ভারতের কাছে মাঠে ও মাঠের বাইরে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। এশিয়া কাপ ফাইনালে পিসিবি চেয়ারম্যানকে কার্যত একঘরে করেছিলেন সূর্যকুমাররা। পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নেননি ভারতীয় ক্রিকেটাররা। এরপরে সেই ট্রফি নিয়ে বেপাত্তা হয়ে যান নকভি। তারই পুরস্কার পাচ্ছেন তিনি। পাকিস্তানে সোনার মেডেল পাচ্ছেন নকভি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এশিয়া কাপে ভারতের কাছে মাঠে ও মাঠের বাইরে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। এশিয়া কাপ ফাইনালে পিসিবি চেয়ারম্যানকে কার্যত একঘরে করেছিলেন সূর্যকুমাররা। পাক মন্ত্রীর হাত থেকে ট্রফি নেননি ভারতীয় ক্রিকেটাররা। এরপরে সেই ট্রফি নিয়ে বেপাত্তা হয়ে যান নকভি। তারই পুরস্কার পাচ্ছেন তিনি। পাকিস্তানে সোনার মেডেল পাচ্ছেন নকভি।
কী কারণে সোনার মেডেল পাচ্ছেন নকভি?
কী কারণে সোনার মেডেল পাচ্ছেন নকভি?
advertisement

খাতায়-কলমে পুরস্কারের নাম শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল। নকভি কেন পাচ্ছেন? কারণ, তিনি নাকি এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ‘দৃঢ়তার সঙ্গে নৈতিক অবস্থান’ বজায় রেখেছিলেন।

জানা গিয়েছে, করাচি বাস্কেটবল সংস্থার প্রধান গুলাম আব্বাস জামাল এই পুরস্কার ঘোষণা করেছেন। পাকিস্তানের এক সংবাদমাধ্যমের মতে, করাচিতেএই অনুষ্ঠান হবে। আর সেখানে উপস্থিত থাকতে পারেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।

advertisement

এশিয়া কাপে শর্ত চাপিয়ে ভারতকে ট্রফি ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন নকভি। বলেছিলেন, দুবাইয়ে গিয়ে ট্রফি নিয়ে যেতে হবে সূর্যকুমার যাদবকে। তারপরেই শোনা যায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় নরম সুরে কথা বলেছিলেন নকভি। যদিও পরে সেটা অস্বীকার করেন। কিন্তু এশিয়া কাপের ট্রফি ‘চুরি’ করে প্রবল চাপে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

উল্লেখ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও পাকিস্তানের মন্ত্রীকে তুলোধোনা করে বিসিসিআই। এই ট্রফি তো নকভির ব্যক্তিগত বা পৈতৃক সম্পত্তি নয়। ফলে তিনি ট্রফি ও মেডেল নিজের সঙ্গে করে হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। তাতে নকভি পালটা যুক্তি সাজান, ভারত যে তাঁর হাত থেকে ট্রফি নেবে না, সেটা মৌখিকভাবে বলা হয়েছিল। লিখিতভাবে জানানো হয়নি। তাই তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঞ্চে তাঁকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছিল। নকভির কথায়, “নিজেকে কার্টুনের মতো লাগছিল।” মোদ্দা কথা, তাঁকে চরম ‘অপ্রস্তুত’ অবস্থায় পড়তে হয়। সেটাকেই সাফল্য হিসেবে দেখছে পাকিস্তান।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
সোনার মেডেল পাচ্ছেন মহসিন নকভি! এশিয়া কাপ নিয়ে পালানোর সম্মান দিচ্ছে পাকিস্তান?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল